Homeপশ্চিমবঙ্গSSC: এসএসসির ২৬ হজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি নিয়ে বড় খবর...

SSC: এসএসসির ২৬ হজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি নিয়ে বড় খবর সামনে এল, জেনেনিন বিস্তারিত

স্কুল সার্ভিস কমিশনের ২৬ হজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি নিয়ে বড় খবর সামনে এল। আগামীকাল, মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে।

এসএসসি, সুপ্রিম কোর্ট: স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২৬ হজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি নিয়ে বড় খবর সামনে এল। আগামীকাল, মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে। বারেবারে এই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে, ফলে বাড়ছে সমস্যা। এই অবস্থায় দ্রুত মামলার শুনানি চেয়ে আদালতের দ্বারস্থ হলে শুনানির কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

আগামিকাল ১ নম্বর কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এই মামলাটির শুনানি হবার কথা আছে। সকাল ১০.৩০ থেকে মঙ্গলবারের শুনানি প্রক্রিয়া শুরু হবে। মামলাটি ২৭ নম্বর সিরিয়ালে আছে। এতটা পিছনে থাকায় আদৌ আগামীকাল শুনানি হবে কিনা, তানিয়ে সন্দিহান সংশ্লিষ্ঠরা। 

এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয় ২৬ হাজার জনের। যদিও সেই অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে এসএসসি (SSC), রাজ্য এবং বিভিন্ন শিক্ষক সংগঠন। শীর্ষ আদালত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়। একই সঙ্গে সিবিআইয়ের কাছে বিস্তারিত রিপোর্ট চায় আদালত। এরপর বারেবারে মামলাটি পিছিয়ে যাচ্ছে। মূলত সময়ের অভাবে শুনানি সম্ভব হচ্ছে না বলেই সুপ্রিম কোর্ট সূত্রে খবর।




দ্রুত এই মামলার নিষ্পত্তি সহ চাকরি বজায় রাখার দাবিতে ফের জমা পড়েছে আবেদন। শুক্রবার এমনই এক আবেদনে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেন, পৃথকভাবে নয়। মূল মামলার সঙ্গেই এর শুনানি হবে। শুনানি নিয়ে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি সূত্রে এই খবর জানা গিয়েছে।

পড়ুন:  নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু! 'আগে দ্রুত নিয়োগ...', যা জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল




কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারীর চাকরির ভবিষ্যৎ আপাতত সুপ্রিম কোর্টের হাতে। সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে ঠিকই, কিন্তু মামলার নিষ্পত্তি হয়নি। এই মামলার দিকে তাকিয়ে আছেন হাজার হাজার প্রার্থী।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!