বড় খবর: ১ লাখ শূন্যপদে কর্মী নিয়োগের প্ল্যান RRB’র! মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ

ভারতীয় রেলে চাকরি করতে ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর। বিপুল শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল। রেলওয়েতে চাকরির সুযোগ করে দিচ্ছে RRB।

8166
RRB NTPC RECRUITMENT

চাকরির খবর: ভারতীয় রেলে চাকরি করতে ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর। বিপুল শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল। রেলওয়েতে চাকরির সুযোগ করে দিচ্ছে RRB। ভারতীয় রেলওয়েতে এক লক্ষ গ্রুপ ডি নিয়োগ হতে চলেছে। সহকারী পদ, লেভেল ওয়ান পোস্টিং, বিভিন্ন কারিগরি বিভাগ, সহকারী হেল্পার, ট্র্যাক রক্ষণাবেক্ষক গ্রেড-IV ইত্যাদি পোস্টগুলিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা প্রার্থীরা আবেদন করতে পারেন।

পড়ুন:  পুজোর আগে হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট থেকে এল বিশাল সুখবর, ১৪ হাজার প্যানেল প্রকাশে রইল না বাধা

পদের নাম ও শূন্যপদ

সহকারী পদ, লেভেল ওয়ান পোস্টিং, হেল্পার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ট্রাক মেইনটেনেন্স গ্রেড-IV ইত্যাদি নিয়োগ হবে। মোট শূন্যপদ থাকবে ১০৩৭৬৯টি।

শিক্ষাগত যোগ্যতা

নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। সেই সঙ্গে আইটিআই উত্তীর্ণ হলে ভালো হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে।

বয়সসীমা

সাধারণত ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এই পদগুলিতে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ঊর্ধ্ব সীমার ক্ষেত্রে ছাড় পাবেন।

পড়ুন:  SBI SCO Recruitment 2024: 1497টি শূন্যপদে সরকারি চাকরির সুযোগ, যোগ্যতা এবং নির্বাচন প্রক্রিয়া জেনেনিন

নিয়োগ প্রক্রিয়া

মোট ৪টি ধাপে এই নিয়োগ সম্পন্ন হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ,মেডিকেল পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। 

লিখিত পরীক্ষার সিলেবাস

সাধারণ বিজ্ঞান, গণিত,  জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ও জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করা হয়।

পড়ুন:  BIG NEWS: অবশেষে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হল, এক ক্লিকেই দেখেনিন পুরো তালিকা, সফল কত?

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। তবে এখনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই সম্পর্কে জানা যাবে। ধারণা করা হচ্ছে RRB নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি নভেম্বর – ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে। তখনই আবেদন প্রক্রিয়া এবং সময়সূচি প্রকাশ করা হবে।