বড় খবর: SSC যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে না আজ! যা জানা গেল

5286
SSC এসএসসি শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। এর মধ্যে যারা অযোগ্য, তাঁদের বেতন থেকে প্রাপ্ত টাকা সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি ওঠে। আগেই এই বিষয়ে কথা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই হিসাবে আজ যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ছিল, তবে তালিকা প্রকাশ হলনা।

কোনও তালিকা প্রকাশ হচ্ছে না। SSC দফতর থেকে বৈঠক শেষে বেরিয়ে বললেন চাকরিহারাদের প্রতিনিধি। এদিন এসএসসি দফতর ঘেরাও ডাক দিয়েছেন চাকরিহারারা। যোগ্যদের ১৩ জন প্রতিনিধি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেন। তাঁরা বাইরে বেরিয়ে এসে বার্তা দেন, ‘আজ কোনও তালিকা প্রকাশ হচ্ছে না’ ! এদিন বৈঠক শেষে SSC দফতর থেকে বেরিয়ে বড় বার্তা চাকরিহারাদের প্রতিনিধিদের।

করুণাময়ীর সামনে তুমুল ধস্তাধস্তি, অসুস্থ হয়ে পড়লেন এক শিক্ষিকা। এক চাকরিহারার বক্তব্য, “আমরা যোগ্য। এই দুর্নীতি করেছে সরকার, পর্ষদ, যাঁরা উপরতলায় আছে তাঁরা। আমরা যোগ্য হয়ে রাস্তায় পড়ে আছি। ওরা ঠান্ডা ঘরে বসে আছে। আজ এক এক রকম বার্তা দেওয়া হচ্ছে।”

পড়ুন:  SSC: আন্দোলনের চাপে সুপ্রিম কোর্টে অযোগ্যদের তথ্য পেশ! যোগ্য-অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব বলে জানাল এসএসসি

এক চাকরি হারা শিক্ষিকা বলেন, “আমাদের প্রতিনিধিরা ভিতরে গিয়েছিল। ওদের বলা হয়েছে, প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিংয়ের নাম দেবে। বাকিদের অযোগ্যদের প্রমাণের চেষ্টা করা হচ্ছে। আমাদের যোগ্যদের পার্সসেন্টটেজ কম করার চেষ্টা হচ্ছে। এটা আমরা মানব না। হকের চাকরি। কষ্ট করে চাকরি পেয়েছি। নয়ত এখানেই থাকব’

পড়ুন:  SSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে বড় খবর সামনে এল, জেনেনিন বিস্তারিত

এক চাকরিহারা বলেন, “এরা চোর। এদের কথা বিশ্বাস করে ভুল হয়েছে। তবে তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত যাব না। এরা ইচ্ছে করে তালিকা দিচ্ছে না।”

এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, “আমরা যদি প্রতিশ্রুতি রাখতে না পারি, ওঁদের পথেই থাকা উচিত। কিন্তু অনুরোধ, ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। আমরা চেষ্টা করছি, আইনি পথে সমস্যা মেটানোর।”

ব্রাত্য আরও বলেছিলেন, “বিরোধীরা ২৬ হাজার চাকরিপ্রার্থীর জীবন দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। আমরা সেই ফাঁদে পা দেব না। বরং চেষ্টা করছি, শেষ মুহূর্তে ওঁদের পাশে দাঁড়াতে।”

পড়ুন:  SSC: তবে কি বৈধ এবং অবৈধদের বাছাই করা সম্ভব নয়? যা জানালেন মূল মামলাকারীদের আইনজীবী

এসএসসি চেয়ারম্যান বৈঠকে জানিয়েছিলেন, যোগ্য-অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি শুরু হয়েছে। আগামী রবিবারের মধ্যে কাজ শেষ করে, ২১ এপ্রিলের মধ্যে তা ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন ব্রাত্য। সেই ঘোষনা মত আজ যোগ্য এবং অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু তালিকা প্রকাশ হচ্ছে না।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন প্রচুর পুলিশ। ‘ওএমআর কপি না দিলে উঠছি না’, ‘ললিপপ নিয়ে বাড়ি যাব না’, ‘চেয়ারম্যানকে আজ সিংহাসন থেকে নামাব’, বলছেন চাকরিহারাদের একাংশ।