SSC, সুপ্রিম কোর্ট: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় ২০১৬ সালে যারা এসএসসি-র পরীক্ষায় বসেছিলেন তাঁরাই বসতে পারবেন। নতুন কোনও চাকরিপ্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। ২০১৬ সালে এসএসসি-র মাধ্যমে স্কুলের চাকরিতে যারা যোগ দিয়েছিলেন তারা চাইলে তাদের পুরনো কর্মস্থলে ফিরেও যেতে পারবেন। সেব্যাপারেও দ্রুত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, “সুপ্রিম কোর্টের রায়ের পর ২৬ হাজার চাকরি সম্পূর্ণ বাতিল হয়ে গেল। হাইকোর্টের রায়ের পর সকলের ধারণা ছিল, সুুপ্রিম কোর্ট হয়তো মানবিকতার কারণে বেতন ফেরতের অর্ডারটা পুর্নবিবেচনা করতে পারে। কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। বেতনের টাকা ফেরত দিতে হবে।” কিন্তু কাদেরকে? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, যাঁরা চিহ্নিত অযোগ্য, তাঁদের বেতনের টাকা ফেরত দিতে হবে।
এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে তিনটে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। কারা কারা ব্ল্যাঙ্ক OMR শিট জমা দিয়েছিল, তাঁদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা রয়েছে। কলকাতা হাইকোর্টে সেই তালিকা জমা পড়ে। তাঁদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এতদিন তাঁরা যে বেতন পেয়ে এসেছেন, অর্থাৎ ২০১৬ সাল থেকে, তার ১২ শতাংশ সুদের হারে টাকা ফেরত দিতে হবে। ফ্রেশ সিলেকশন প্রসেসে তাঁরা বসতে পারবেন না।
‘ফ্রেশ সিলেকশন প্রসেসে’ কারা কারা বসতে পারবেন?
২০১৬ সালে যাঁরা যাঁরা আবেদন করেছিলেন, শুধুমাত্র চিহ্নিত অযোগ্যরা বাদে, প্রত্যেকে ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশ নিতে পারবেন। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই যেহেতু প্রভাবিত, তাই যোগ্য অযোগ্য পৃথকীকরণ শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি।
কিন্তু নতুন যে ফ্রেশ সিলেকশন হবে, সেটা কতদিনের মধ্যে?
সুপ্রিম কোর্টের আইনজীবী বলেছেন, “রাজ্য সরকার চাইলে যে কোনও মুহূর্তে নিয়োগের জন্য নোটিফিকেশন বার করতে পারে। তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের কোনও প্রয়োজনীয়তা নেই। ” আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, সিলেকশন প্রসেস তিন মাসের মধ্যে করা হোক।
২৬ হাজার চাকরি বাতিল, একনজরে দেখেনিন
হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট,
সামান্য কিছু পরিবর্তনের নির্দেশ
গোটা প্রক্রিয়া অস্বচ্ছ, ৩ মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে
শীর্ষ আদালতে যোগ্য-অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি
‘অযোগ্য’দের চাকরি যাবে, ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দিতে হবে,
নতুন নিয়োগেও অংশ নিতে পারবে না ‘অযোগ্য’রা
‘যোগ্য’দের চাকরি গেলেও বয়সসীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ
যারা অন্য দপ্তরে আগে চাকরি করতেন, পুরনো চাকরি ফেরত পাবেন
পুরনো চাকরি ফেরত পেতে ৩ মাসের মধ্যে আবেদন
বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি গেলেও বেতন বন্ধ হবে না
নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা, চাকরি থাকছে ক্যানসার আক্রান্ত সোমা দাসের
এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত আগের মতো চলবে