Homeপশ্চিমবঙ্গবড় খবর: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় হঠাৎ সুপ্রিম কোর্টে SSC, কেন?

বড় খবর: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় হঠাৎ সুপ্রিম কোর্টে SSC, কেন?

নিউজ ডেস্ক: কিছু নথি জমা দিতে চায়! ২৬ হাজার চাকরি বাতিল মামলায় হঠাৎ সুপ্রিম কোর্টের দুয়ারে স্কুল সার্ভিস কমিশন (SSC)। নতুন করে নথি জমা দিতে চেয়ে মামলা করল এসএসসি। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি।

এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অঙ্কিতা। সেই শুনানির সময় বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন করে যে, ২৬ হাজার চাকরি বাতিল এই মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে চায়। 

জানা যাচ্ছে, প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন যে, এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে। নথি জমা দেওয়ারও সুযোগ দেওয়া হয়েছে। আবার নতুন করে কেন তারা নথি জমা দেবেন? এরপরেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কী নথি জমা দেবে এসএসসি?  সেই সদুত্তর মেলেনি।

পড়ুন:  রেলওয়ে শিক্ষক নিয়োগ 2025: 753টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, দারুন সুযোগ চাকরি প্রার্থীদের

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শেষ শুনানি হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে প্রায় ২ ঘণ্টা শুনানি হয়। এরপর রায় রিজার্ভ করা হয়। যেকোনোদিন রায় ঘোষণা হবে। এরই মধ্যে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments