TET Result: ২০২৩ সালের টেটের রেজাল্ট কবে? হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট

4178
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: এবার ২০২৩ সালের প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ফল প্রকাশে বিলম্ব হওয়ায় মামলা করেছিলেন চাকরিপ্রার্থীরা৷ সেই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে জবাব তলব করল আদালত। 

১৩ মাস পরেও প্রকাশিত হল না প্রাথমিকের টেটের ফল। কেন এই দেরি? প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা দিতে নির্দেশ হাই কোর্টের। ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। তিন সপ্তাহের মধ্যে পর্ষদকে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

কেন টেটের ফল প্রকাশ হচ্ছে না? জানতে চাইলে পর্ষদের আইনজীবী জানান, ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। সেই কারণে ২০২৩ সালের টেটের ফলপ্রকাশ করা যাচ্ছে না। যদিও পর্ষদের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন মামলাকারী পরীক্ষার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। বিচারপতি বসু মন্তব্য করেন, “জট কি ওবিসি মামলায় রয়েছে? না কি অন্য কিছু? হলফনামা দিয়ে জানাক পর্ষদ। যদি ডিভিশন বেঞ্চের জন্যই ফলপ্রকাশ আটকে থাকে, তবে হলফনামায় দিয়ে তা-ই জানানো হোক।”

পড়ুন:  WBMSC: শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন, দেখেনিন এক ক্লিকেই

টেটের ফল প্রকাশ নিয়ে এর আগে গত বছরের ডিসেম্বরে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন, “বেশ কিছু বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিছু পরীক্ষার্থী আদালতে প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জও করেছিলেন। এগুলি বেশির ভাগই ২০১৭ এবং ২০২২ সালের টেটের। পূর্বের ওই আইনি জটিলতা না মিটিয়ে ২০২৩ সালের টেটের ফল প্রকাশ করা হবে না।”