এবার SSC-র চাকরিহারাদের নিয়ে বড় মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানালেন এই কথা

2507
অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের এক নির্দেশে প্রায় ২৬ হাজার জন চাকরিহারা হয়েছেন। চাকরি হারা হয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এবার এই চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অযোগ্যদের জন্য সবার চাকরি কেড়ে নেওয়া যায় না বলে মন্তব্য করলেন অভিষেক।

শনিবারের বিকেলে জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের অ্যান্ড হসপিটালের অনুষ্ঠানের চাকরিহারাদের নিয়ে মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, “আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি এবং তার উপর আস্থা রাখি। তবে রায় নিয়ে মত প্রকাশ বা সমালোচনা করার অধিকার আমাদের রয়েছে।অযোগ্যদের জন্য সবার চাকরি কেড়ে নেওয়া যায় না। এক্ষেত্রে যোগ্যরা বঞ্চনার শিকার হল।”

অভিষেক আরও বলেন, “এই রায়ে ওরা (পড়ুন কেন্দ্রীয় সরকার) ৫৯ লক্ষ জব কার্ডধারীর মনরেগা প্রকল্পের অর্থ আটকে দিয়েছে। কিছু অসঙ্গতির কারণে ‘আবাস’ প্রকল্পের টাকাও ছাড়া হচ্ছে না। যারা প্রকৃতপক্ষে অনুপযুক্ত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কয়েকজনের জন্য হাজার হাজার প্রাপ্য চাকরি কেড়ে নেওয়া যায় না। ১৭ লক্ষ আবাস প্রকল্পের উপভোক্তাকে ১০০ জনের শাস্তি দিয়ে দোষী বানানো যায় না। এটা ন্যায়সঙ্গত নয়।”

তাঁর কথায়, ‘‘যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তার থেকে টাকা ফেরত নিন। কিন্তু কিছু অযোগ্যের জন্য আপনি ১৬,০০০-১৭,০০০ যোগ্যের চাকরি কেড়ে নিতে পারেন না।’’

এদিকে, রাজ্য শিক্ষা দপ্তরের সচিব, কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার আইনি নোটিস পাঠানো হল। অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া ২৫,৭৩৫ শিক্ষক-শিক্ষাকর্মীদের একটা অংশ এখনও স্কুলে কর্মরত রয়েছেন, যা আদালতের নির্দেশের সরাসরি লঙ্ঘন বলেই দাবি করা হচ্ছে। আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস এই নোটিস পাঠিয়েছেন। ৯ এপ্রিল ওই নোটিস পাঠানো হয়েছে। 

পড়ুন:  পশ্চিমবঙ্গ: এবার এই কর্মীদের ভাতা বাড়ানো হল 3,000 টাকা, রাজ্যের সিদ্ধান্তে দারুন উপকৃত হবেন কর্মীরা