WBPSC Recruitment: খাদ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) রাজ্য সরকারের খাদ্য দপ্তরে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

1358
ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষা পিএসসি

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। খাদ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) রাজ্য সরকারের খাদ্য দপ্তরে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পিএসসি প্রকাশিত শর্ট নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে যে রাজ্য খাদ্য দপ্তরে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ হতে চলেছে। তবে এখনো পর্যন্ত মোট শূন্যপদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়টি জানানো হয়নি। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই তথ্যগুলি জানা যাবে।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া শুরু হবে। কমিশন জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও অনান্য তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। চাকরিপ্রার্থীদের নিয়মিত পিএসসির ওয়েবসাইট চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পড়ুন:  Assistant Professor: 125টি সহকারী অধ্যাপকের শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুন, লিঙ্ক এখানে