দ্রুত নিয়োগ: প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষাকর্মীর শূন্যপদের তথ্য দেওয়ার নির্দেশ

10253
মাদ্রাসা সার্ভিস কমিশন শূন্যপদে নিয়োগ

নিউজ ডেস্ক: এবার মাদ্রাসার শূন্যপদের সংখ্যা জানতে চাইল ডাইরেক্টরেট অব মাদ্রাসা এডুকেশন (ডিএমই)। সরকার অনুমোদিত মাদ্রাসার শূন্যপদ জানতে চাইল ডিএমই। দফতর এক নির্দেশিকায় জানিয়েছে, রাজ্যের ৬১৪টি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে শূন্যপদ জানতে চাওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, প্রধানশিক্ষক, সুপারিনটেনডেন্ট শূন্যপদ ২৮ ফেব্রুয়ারি মধ্যে জানাতে হবে। সহকারী শিক্ষক শূন্যপদ ৫ মার্চের মধ্যে এবং শিক্ষাকর্মী ১০ মার্চের মধ্যে জানাতে হবে। 

এই বিষয়ে শনিবার ডিএমই আবিদ হোসেন বলেন, অনেকে অবসর নিয়েছেন। অনেকে বদলি হয়েছেন। এতে মাদ্রাসায় শিক্ষক পদ খালি হচ্ছে। সরকারের কাছে রিপোর্ট থাকা দরকার। সেই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। 

পড়ুন:  ৮টি ছুটির দিন পড়েছে রবিবার! কবে কবে ছুটি পাচ্ছেন রাজকো সরকারি কর্মচারীরা? আগেভাগে দেখেনিন ছুটির তালিকা

পশ্চিমবঙ্গ মাদ্রাসা দফতরের তথ্য অনুসারে ৬১৪টি মাদ্রাসা রয়েছে। সমস্ত মাদ্রাসা মিলে ৫ লক্ষ-এর বেশি ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে ৬০ হাজারের অমুসলিম বেশি ছাত্রছাত্রী রয়েছে। মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকার শূণ্যপদ ১৪ হাজার। ৩০ শতাংশ অমুসলিম শিক্ষক-শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন। শূন্যপদগুলোতে দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা দফতর।