DA বৃদ্ধির আপডেট: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কখন বর্ধিত ভাতা পাবেন? কবে নতুন পে কমিশন?

35760
DA

নিউজ ডেস্ক: বহুদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জল্পনা চলছিল।  এক সময় শোনা গিয়েছিল 6% বাড়বে। কখনও কখনও গুজব চলছিল যে ডিএ 10% বৃদ্ধি পাবে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বাজেটে ডিএ (DA) ঘোষণা করল মমতা সরকার। জানানো হয়েছিল 4% হারে ডিএ দেওয়া হবে।

পড়ুন:  পশ্চিমবঙ্গ: সুপ্রিম কোর্টে চলা DA মামলা নিয়ে সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর এল

DA

এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা 14 শতাংশ ডিএ হাতে পাচ্ছেন। এটি বেড়ে 18 শতাংশ হতে চলেছে।দীর্ঘ প্রতীক্ষার পরে, ডিএ ঘোষণা করা হয়েছে, তবে সবার মনে প্রশ্ন এই টাকা কবে জমা হবে অ্যাকাউন্টে।

সরকার ঘোষণা করেছে যে এই ডিএ আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে। অর্থাৎ এই এপ্রিল থেকে, সমস্ত রাজ্য সরকারি কর্মচারী 18 শতাংশ হারে ডিএ পাবেন।

এদিকে, 7 তম বেতন কমিশন গঠনের বিষয়ে কোনও সুনির্দিষ্ট খবর আসেনি। পুরানো রেকর্ড বলছে যে ষষ্ঠ বেতন কমিশন 2015 সালে গঠিত হয়েছিল। তারপর 10 বছর পর অর্থাৎ 2025 সালে, 7ম বেতন কমিশন গঠিত হওয়ার কথা। তবে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। সম্ভবত এই বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হবে।