BIG NEWS: অবশেষে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হল, এক ক্লিকেই দেখেনিন পুরো তালিকা, সফল কত?

রাজ্যে নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল। গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হল। এর আগে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় মাদ্রাসা সার্ভিস কমিশনকে। পরীক্ষার ফল বার করতে ১৪ বছর!

1574
মাদ্রাসা সার্ভিস কমিশন শূন্যপদে নিয়োগ

মাদ্রাসা সার্ভিস কমিশন: রাজ্যে নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল। গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হল। এর আগে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় মাদ্রাসা সার্ভিস কমিশনকে। পরীক্ষার ফল বার করতে ১৪ বছর! কারচুপি করতে এত সময় লাগে?’ মাদ্রাসা মামলায় কটাক্ষ করেন বিচারপতি অমৃতা সিনহা।

শুক্রবার চূড়ান্ত ফল প্রকাশ হল। এর আগে ইন্টারভিউয়ের জন্য মোট ৩২৩৩ জন চাকরি প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। শূন্যপদের সংখা ২৯৭টি। জেলা ভিত্তিক শূন্যপদ এবং লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন।

২০১০ সালে গ্ৰুপ ডি-তে তিন হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। অভিযোগ, সেই পরীক্ষার ফল এখনও বার করেনি কমিশন। ১৪ বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও ফলপ্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন চাকরিপ্রার্থীরা। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

পড়ুন:  ক্লাস ৬ পাস যোগ্যতাতেই সরকারি চাকরি সুযোগ, হাইকোর্টে ৩৩০৬টি শূন্যপদে নিয়োগ চলছে, জানুন নিয়োগ পদ্ধতি

এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সময় বেঁধে ফলপ্রকাশের নির্দেশ দিয়েছিল। কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাকি মাত্র দু’দিন! বিচারপতি অমৃতা সিংহ নির্দেশে জানান, আগামী তিন দিনের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফলপ্রকাশ করতে হবে।

কমিশন গ্ৰুপ ডি-তে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। হাফিজুল হক-সহ কয়েক জন চাকরিপ্রার্থী হাই কোর্টের মামলা করেন। তাঁদের বক্তব্য, গত ৫ অগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। অথচ আদালতের আগের নির্দেশ মেনে এখনও পর্যন্ত ফলপ্রকাশ করা হয়নি।

পড়ুন:  রাজ্যের আবাসিক স্কুলে শিক্ষক নিয়োগ চলছে, বেতন ১২ হাজার টাকা, এই ভাবে আবেদন করুন

মামলার শুনানিতে বিচারপতি সিংহের পর্যবেক্ষণ ছিল, ‘‘একটি পরীক্ষার ফল বার করতে কী ভাবে ১৪ বছর সময় লাগতে পারে?’’ কমিশনের উদ্দেশে বিচারপতির কটাক্ষ, গত ১৪ বছর ধরে পরীক্ষার ফল বার করা গেল না! কারচুপি করতে কি এত সময় লাগে? বিচারপতি সিংহের মন্তব্য, ‘‘তিন হাজার শূন্যপদের জন্য এক লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছেন। সেখান থেকে অনেক টাকা পেয়েছেন। আগে কমিশন ওই ফল বার করুক, তার পরে আদালত তাদের বক্তব্য শুনবে।’’

পড়ুন:  Teacher Recruitment: রাজ্যের মডেল স্কুলে একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ চলছে, বেতন ১২,০০০ টাকা, এইভাবে আবেদন করুন

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১০ সালে গ্ৰুপ ডি-তে তিন হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ওই বছরই পরীক্ষা হয়। প্রায় এক লক্ষ চাকরিপ্রার্থী ওই পরীক্ষায় বসেছিলেন। অবশেষে চূড়ান্ত ফল প্রকাশ হল। তালিকা দেখতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। 

1st SLST(NT) Group-D