নিউজ ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। ২০২২ সালের প্রাথমিকের প্যানেল থেকে বাদ পড়েছিলেন NIOS DELED করা চাকরি প্রার্থীরা। যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্ট জানায় নির্দিষ্ট সময়ের আগে এই কোর্স করা চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদে যোগ্য। এবার কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে সেই ২১২৪ জন চাকরিপ্রার্থীর নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তা নিয়ে জারি হল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পর্ষদ সূত্রে খবর, ওই চাকরিপ্রার্থীদের নথি ঠিকঠাক থাকলে তাঁদের প্যানেলভুক্ত করা হবে। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং’ থেকে ১৮ মাসের ডিএলএড কোর্স করেছিলেন ওই চাকরিপ্রার্থীরা। পরে তাঁরা ২০২২ সালের প্রাথমিকের পরীক্ষায় বসেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট জানায়, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং’ থেকে যাঁরা ডিএলএড পাশ করেছেন, তাঁদের ডিগ্রি বৈধ নয়। এর পরেই ওই চাকরিপ্রার্থীরা প্যানেল থেকে বাদ পড়ে যান।
প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত (রবিবার বাদ দিয়ে) নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে। নোটিশ এবং চাকরি প্রার্থীদের তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।