এবার শিক্ষক পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের নথি যাচাই করবে পর্ষদ, দেওয়া হল বিজ্ঞপ্তি, দেখেনিন

1208
প্রাথমিক শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। ২০২২ সালের প্রাথমিকের প্যানেল থেকে বাদ পড়েছিলেন NIOS DELED করা চাকরি প্রার্থীরা। যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্ট জানায় নির্দিষ্ট সময়ের আগে এই কোর্স করা চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদে যোগ্য। এবার কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে সেই ২১২৪ জন চাকরিপ্রার্থীর নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তা নিয়ে জারি হল বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

পড়ুন:  Assistant Professor: অধ্যাপক ও সহকারী অধ্যাপকের 261টি পদে নিয়োগ শুরু, এইভাবে আবেদন করুন

পর্ষদ সূত্রে খবর, ওই চাকরিপ্রার্থীদের নথি ঠিকঠাক থাকলে তাঁদের প্যানেলভুক্ত করা হবে। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং’ থেকে ১৮ মাসের ডিএলএড কোর্স করেছিলেন ওই চাকরিপ্রার্থীরা। পরে তাঁরা ২০২২ সালের প্রাথমিকের পরীক্ষায় বসেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট জানায়, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং’ থেকে যাঁরা ডিএলএড পাশ করেছেন, তাঁদের ডিগ্রি বৈধ নয়। এর পরেই ওই চাকরিপ্রার্থীরা প্যানেল থেকে বাদ পড়ে যান।

প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত (রবিবার বাদ দিয়ে) নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে। নোটিশ এবং চাকরি প্রার্থীদের তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

পড়ুন:  SSC Recruitment: এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে 39,000+ শূন্যপদে নিয়োগ শুরু, সরাসরি লিঙ্ক দেখুন

NOTIFICATION IN COMPLIANCE OF THE ORDER OF THE HONBLE HIGH COURT CALCUTTA, PASSED ON 13.06.2025, 17.06.2025 AND 24.06.2025 IN RESPECT OF WPA 6695 OF 2024 PAMPA DUTTA DHAR & ORS. VS. THE STATE OF WEST BENGAL & ORS. AND OTHER SIMILAR MATTERS.