Homeপশ্চিমবঙ্গউঠল শিক্ষক নিয়োগের দাবি! সমাবর্তন নিয়ে যা জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

উঠল শিক্ষক নিয়োগের দাবি! সমাবর্তন নিয়ে যা জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যে ৬৫৭টি-র মতো ডিএলএড কলেজ রয়েছে। এক লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর এই শংসাপত্র পাওয়ার কথা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সমাবর্তনের আয়োজন করে কয়েকটি কলেজের পড়ুয়াদের ডিগ্রি দেবে।

নিউজ ডেস্ক: এবারে সমাবর্তনের মাধ্যমে ডিগ্রি প্রদান করা হবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) উত্তীর্ণদের। সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যে ৬৫৭টি-র মতো ডিএলএড কলেজ রয়েছে। এক লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর এই শংসাপত্র পাওয়ার কথা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সমাবর্তনের আয়োজন করে কয়েকটি কলেজের পড়ুয়াদের ডিগ্রি দেবে। বাকিরা নিজেদের কলেজ থেকে তা পাবেন।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “সমাবর্তনের মাধ্যমেই ছাত্রছাত্রীদের এই ডিগ্রি পাওয়ার কথা। কিন্তু এত দিন সমাবর্তনের মাধ্যমে ডিগ্রি দেওয়া হত না। এ বার থেকে তা চালু হচ্ছে। ২০৩০-’২২ এবং ২০২১-‘২৩ শিক্ষাবর্ষে যাঁরা ডিএলএড পাশ করেছেন, তাঁদের সবাইকে সমাবর্তনের মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হবে।”

গৌতম পাল আরও জানান, সমাবর্তনে ডিগ্রি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে। রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ২৫ অক্টোবর।

এই বিষয়ে মোহিত করাতি নামে এক ডিএলএড পাশ চাকরিপ্রার্থী বলেন, “আগে কখনও সমাবর্তন হয়নি। এ বার হচ্ছে। ভাল উদ্যোগ। পাশাপাশি প্রাথমিকে শিক্ষক নিয়োগটাও কিন্তু নিয়মিত হতে হবে।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!