নিউজ ডেস্ক: ভালো খবর কর্মীদের জন্য। এবার চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের ভাতা বেড়ে হল ৫ হাজার টাকা। এই ভাতা বৃদ্ধির ঘোষণা করল নবান্ন, কার্যকর হবে ১ অগস্ট থেকেই।
অর্থ দফতর ইতিমধ্যে এই নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে চলতি বছরের ১ অগস্ট থেকে। চুক্তিভিত্তিক গ্রুপ-ডি (Part Time Group D Workers) কর্মীদের ভাতা বাড়াল নবান্ন (Nabanna)। আগে ভাতা ছিল ২ হাজার টাকা। এখন তা বেড়ে হল ৫ হাজার টাকা।
নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ-ডি ক্যাটেগরির পার্ট-টাইম কর্মীরা যাঁরা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন, এবং যাঁদের ভাতা দেওয়া হয় কনটিনজেন্সি খাত থেকে, তাঁদের মাসিক প্রাপ্য এখন থেকে নির্দিষ্ট করা হল ৫ হাজার টাকা।
একই সঙ্গে বলা হয়েছে এর বাইরে অন্য কোনও ভাতা বা ভিন্ন সুবিধা মিলবে না। পুরনো সব নিয়ম অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র মাসিক ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াল ৫ হাজার। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হল ১ অগস্ট, ২০২৫ থেকে।