ভালো খবর রাজ্যের এই কর্মীদের জন্য! ভাতা বেড়ে ৫ হাজার, ১ অগস্ট থেকেই কার্যকর বলে জানাল নবান্ন

1
ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক: ভালো খবর কর্মীদের জন্য। এবার চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের ভাতা বেড়ে হল ৫ হাজার টাকা। এই ভাতা বৃদ্ধির ঘোষণা করল নবান্ন, কার্যকর হবে ১ অগস্ট থেকেই।

অর্থ দফতর ইতিমধ্যে এই নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে চলতি বছরের ১ অগস্ট থেকে। চুক্তিভিত্তিক গ্রুপ-ডি (Part Time Group D Workers) কর্মীদের ভাতা বাড়াল নবান্ন (Nabanna)। আগে ভাতা ছিল ২ হাজার টাকা। এখন তা বেড়ে হল ৫ হাজার টাকা। 

নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ-ডি ক্যাটেগরির পার্ট-টাইম কর্মীরা যাঁরা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন, এবং যাঁদের ভাতা দেওয়া হয় কনটিনজেন্সি খাত থেকে, তাঁদের মাসিক প্রাপ্য এখন থেকে নির্দিষ্ট করা হল ৫ হাজার টাকা। 

পড়ুন:  এ তো প্রতারণা! মাত্র ৪ শতাংশ ডিএ ঘোষণার পরেও মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানো নিয়ে উঠছে প্রশ্ন

একই সঙ্গে বলা হয়েছে এর বাইরে অন্য কোনও ভাতা বা ভিন্ন সুবিধা মিলবে না। পুরনো সব নিয়ম অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র মাসিক ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াল ৫ হাজার। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হল ১ অগস্ট, ২০২৫ থেকে।