Home পশ্চিমবঙ্গ SSC: ‘ছাব্বিশ না, পঁচিশের মধ্যেই সমাধান’ চাকরিহারা শিক্ষকদের জন্য বিরাট বার্তা মমতার

SSC: ‘ছাব্বিশ না, পঁচিশের মধ্যেই সমাধান’ চাকরিহারা শিক্ষকদের জন্য বিরাট বার্তা মমতার

3859
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষনা

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট থেকে বড় খবর সামনে এসেছে। আপাতত স্বস্থি মিলেছে যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের। কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদলত। ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ে বেতন পাবেন, এ বছরের মধ্যেই শিক্ষক সমস্যার সমাধান হয়ে যাবে! এমনই মন্তব্য করলেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বস্তি, বেতনের বিষয়ে জটিলতা থাকল না। ডিসেম্বর পর্যন্ত সময় পেয়ে গিয়েছি। অনেকে বলছে ২০২৬ পর্যন্ত যাবে। কিন্তু ২০২৬ সাল পর্যন্ত যাওয়ার প্রশ্ন নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে। এই সমস্যার নিষ্পত্তি আগামী বছরের ঘাড়ে চাপবে না৷ এ বছরই সবকিছু মিটে যাবে। ছাব্বিশ নয়, পঁচিশের মধ্যেই হবে সমস্যার সমাধান।’

মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে জানালেন, “আমাদের আইনি টিম ব্রিফ করেছে যে, আমরা ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছি। এটা একটা বড় স্বস্তি। আগে বলা হয়েছিল, বেতন দেওয়া যাবে না। তাই আমরা বিকল্প ভাবছিলাম। কিন্তু আজ সুপ্রিম কোর্ট আমাদের আবেদনে সাড়া দিয়েছে। আমি খুশি।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “মানুষের কাজে আমি ভুল করি না। নিজের কথা বলার সময় হয়তো ভুল হয়, কারণ আমি এলিট ক্লাস থেকে আসিনি। আমি ভালো হিন্দি জানি না, তাই হিন্দি বলতে গেলে দু-একটা ভুল হয়। কিন্তু আমি দায়িত্বে কোনও ফাঁক রাখি না।” 

চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী এদিন বার্তা দিয়ে বলেন, “চিন্তা করবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি। মন দিয়ে কাজ করুন। আইন যা বলবে আমরা তাই করব।”

পড়ুন:  শিক্ষক নিয়োগ দুর্নীতির চার্জশিটে অভিষেকের নাম! সিবিআইকে নিয়ে বিরাট প্রশ্ন তুলে দিলেন আইনজীবী

যদিও গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না-দিয়ে আজ বলেন, “আইনজীবীরা ফিরুক, তারপর ব্রাত্যর সঙ্গে কথা বলে এবং আইন দেখে তবেই সিদ্ধান্ত নেব।” 

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য শিক্ষকরা ক্লাস করাবেন, সেই সময়ের বেতন পেতে তাঁদের কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে ‘যোগ্য’ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা স্কুলে ফিরতে পারবেন না।