নিউজ ডেস্ক: ভোট গ্রহণ হয়ে যাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো রাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। এই মুহূর্তে ভোটের ফল হিসাবে দেখা যাচ্ছে তাতে ডোনাল্ড ট্রাম্প ১৭৮টি আসন এবং কমলা হ্যারিস ৯৯টি আসনে এগিয়ে রয়েছেন।
মাত্র চারটি রাজ্যের সার্বিক ফলাফল সামনে এসেছে। এই প্রথম চারটি রাজ্যের ফলাফলে দেখা যাচ্ছে যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা এবং কেন্টাকিতে জয়লাভ করে ২৩টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।
অন্য দিকে, ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভেরমন্ট রাজ্যে জয়লাভ করে তিনটি ইলেক্টরাল ভোট পেয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন।
আমেরিকার পঞ্চাশটি রাজ্য এবং ডিসট্রিক্ট অফ কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টরাল ভোট আছে এবং যে প্রার্থী ২৭০টি পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন।
তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি রাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।
সাতটি রাজ্যে- জর্জিয়া, উইস্কন্সিন, মিশিগান, পেন্সিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে।
অর্থাৎ, নির্বাচনে জয়ের জন্য এক প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে।