HomeIndiaবড় খবর: শুভেন্দু অধিকারী গড়ে বিপুল জয় তৃণমূলের, সবুজ ঝড়ে উড়ে গেল...

বড় খবর: শুভেন্দু অধিকারী গড়ে বিপুল জয় তৃণমূলের, সবুজ ঝড়ে উড়ে গেল বিজেপি

ঘোষিত ১০৩টি আসনের মধ্যে ১০১টি আসন পেয়ে বোর্ড গঠন করছে তৃণমূল। ১০৩টি আসনের মধ্যে বিজেপির জুটেছে মাত্র ২টি আসন। সমবায়ের মোট আসন সংখ্যা ১০৮।

নিউজ ডেস্ক: বিজেপিকে হারিয়ে বিরাট জয় পেল রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে যেন সবুজ ঝড়। ধরাশায়ী হল বিজেপি। বিপুল জয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। 

সর্বশেষ খবর অনুযায়ী, ঘোষিত ১০৩টি আসনের মধ্যে ১০১টি আসন পেয়ে বোর্ড গঠন করছে তৃণমূল। ১০৩টি আসনের মধ্যে বিজেপির জুটেছে মাত্র ২টি আসন। সমবায়ের মোট আসন সংখ্যা ১০৮।

সমবায় ব্যাঙ্কের মোট ১০৮টি আসনে এদিন নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল তিনটে থেকে শুরু হয় গণনা। গণনা শুরু হতেই সবুজ ঝড়ের ইঙ্গিত মিলেছিল। হেঁড়িয়া, হলদিয়া, নন্দকুমার, বেলদার সব আসনেই জয়ী হয়েছে তৃণমূল।

এই নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় বাহিনী এনেও বিজেপি কিছু করতে পারেনি। গো হারান হেরেছে। এমনকী, ডিরেক্টরদের সবকটি আসনে তৃণমূল জয়ী হয়েছে। মুখ্যমন্ত্রী এই জয়ের জন্য এই নির্বাচনের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এই জয়ের ফলে আগামী দিনে কাঁথি সমবায় ব্যাঙ্ক আরও ভাল কাজ করবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments