Teacher Recruitment: রাজ্যের মডেল স্কুলে একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ চলছে, বেতন ১২,০০০ টাকা, এইভাবে আবেদন করুন

5612
শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। একলব্য মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

একলব্য মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগ

গেস্ট টিচার (Chemistry, TGT)

আগ্রহী প্রার্থীদের রসায়নবিদ্যায় B.Sc. অনার্স পাস করতে হবে। সঙ্গে NCTE অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে B.Ed পাশ। মাসিক বেতন দেওয়া হবে ১২,০০০ টাকা।

পড়ুন:  নজিরবিহীন নিয়োগ কেলেঙ্কারি! 24,000 শিক্ষক চাকরি হারাতে পারেন, ফেরত দিতে হবে বেতন, করা হবে মামলা! বিস্তারিত জেনেনিন

গেস্ট টিচার (Santali, TGT)

আগ্রহী প্রার্থীদের সাঁওতালি ভাষায় B.A. অনার্স পাস করতে হবে। সঙ্গে NCTE অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে B.Ed পাশ। মাসিক বেতন ১২,০০০ টাকা দেওয়া হবে।

গেস্ট টিচার (History, TGT)

আগ্রহী প্রার্থীদের ইতিহাসে B.A. অনার্স পাস করতে হবে। সঙ্গে NCTE অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে B.Ed পাশ। মাসিক বেতন দেওয়া হবে ১২,০০০ টাকা।

পড়ুন:  Assistant Professor: দুটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান 150 টি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ চলছে, আবেদন করুন এইভাবে

বয়স

উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি, ২০২৪ তারিখের হিসাবে।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ করা হবে Academic Qualification ও‌ ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদন পদ্ধতি

আবেদন করার জন্য নির্ধারিত অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে, সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

পড়ুন:  প্রধান শিক্ষক নিয়োগ: রাজ্যের স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the PO- cum- DWO, BCW & TD, Paschim Bardhaman, 1st Floor / 2nd Floor, SDO Office Building, Asansol, PIN- 713304 ; এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে ৫ নভেম্বর, ২০২৪ বিকাল ৪ টার মধ্যে।