নিউজ ডেস্ক: মার্চ মাসে সুপ্রিম কোর্টে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি হবার কথা আছে। তবে শুনানির দিন নিয়ে উদ্বেগ সরকারি কর্মীদের। আসলে এবার নতুন বেঞ্চে উঠতে পারে ডিএ মামলা। বিচারপতি হৃষিকেশ রায়ের অবসর গ্রহণ করেছেন ৩১ জানুয়ারি ২০২৫ সালে। তাই আবারও ডিএ মামলার বেঞ্চ বদল হতে চলেছে।
রাজ্য সরকারের মহার্ঘ ভাতার মামলা মার্চ মাসে শুনানির জন্ম উঠতে পারে। শেষবার মামলা উঠেছিল তৎকালীন বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এনভি ভাট্টির বেঞ্চে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল মার্চ মাসে হতে পারে শুনান। কিন্তু কোন বেঞ্চে এই মামলা উঠবে তা এখনও নিশ্চিত নয়।
এখনও পর্যন্ত দিনক্ষণ স্পষ্ট করে কিছুই নির্দেশ করেনি সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টে দ্রুত ডিএ মামলার শুনানি হবে এই নিয়ে আশাবাদী রাজ্যের সরকারি কর্মীদের আইনজীবীরা। তাঁরা জানিয়েছেন, শুনানির জন্য আর বেশি সময় লাগবে না।
সুপ্রিম কোর্টে ২০২২ সালের ১৮ নভেম্বর থেকে ডিএ মামলার শুনানি চলছে। তবে বারবার পিছিয়ে গেছে শুনানি, ফলে কিছুটা আশাহত রয়েছেন এরাজ্যের সরকারি কর্মীরা। রাজ্য সরকার বাজেটেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ হারে ডিএ ঘোষণা করেছিল। এরপরেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ডিএ-র ফারাক থাকছে ৩৫ শতাংশ।