WBSSC: মহা সমস্যায় সদ্য স্কুলে যোগ দেওয়া শিক্ষকরা, এপ্রুভাল হবে না! অবিলম্বে সমস্যা সমাধানের আর্জি শিক্ষকদের

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে Roster মিসম্যাচে স্কুল ও নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের Approval সমস্যা অতিদ্রুত সমাধানের জন্য আবেদন....

13843
স্কুল সার্ভিস কমিশন

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে Roster মিসম্যাচে স্কুল ও নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের Approval সমস্যা অতিদ্রুত সমাধানের জন্য আবেদন করল শিক্ষক সংগঠন। কেন্দ্রীয় রোস্টার ও জেলা রোস্টারে অসঙ্গতির (Missmatch) ফলে স্কুল সহ সদ্য নিয়োগপ্রাপ্ত টিচাররা মহা সমস্যায়, এপ্রুভাল করতে পারবে না বলে জানাচ্ছেন আরামবাগ এডিআই।

শিক্ষক সংগঠন, “ALL POST GRADUATE TEACHERS’ WELFARE ASSOCIATION” এর পক্ষ থেকে সম্প্রতি West Bengal Central School Service Commission (WBCSSC) মাধ্যমে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী, আপার প্রাইমারি স্তরে (1st Phase Counselling) বাংলা মিডিয়ামের স্কুলে শিক্ষক নিয়োগের পর Roster সংক্রান্ত একটি বিষয়ে সংশ্লিষ্ট স্কুল ও টিচার সমস্যায় পড়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে এই সমস্যা সামনে এসেছে। সম্প্রতি, District BCW office, HOOGHLY থেকে Roster Authentication করার সময় Roster Regularise করার সময় রোস্টার পয়েন্ট অনুযায়ী ওনারা রেগুলারাইজ করেছেন অর্থাৎ পূর্বের থাকা কোন পোষ্টের জায়গায় পিছনে কোন লঙ্ঘন হলে সেই শিক্ষককে পূর্বের রোস্টার পয়েন্টে বসানো হয়।

এর ফলে পূর্বের যে যে বিষয় গুলিতে এইভাবে শিক্ষক- শিক্ষিকাদের পোস্টিং করা হয়েছে তার জন্য পিছনের দিকে বিষয় অনুযায়ী শূন্যপদ হওয়া নির্দিষ্ট সাবজেক্টের জায়গায় পূর্বের রোস্টার পয়েন্টে যে যে সাবজেক্টগুলিতে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের পোস্টিং দেওয়া হয়েছে সেই সাবজেক্টগুলিকে নেওয়ার জন্য প্রতিটি বিদ্যালয়ের ক্ষেত্রেই সাবজেক্ট মিস ম্যাচ হচ্ছে।
উপরের এই পরিস্থিতির জন্য বিদ্যালয়গুলি উৎসশ্রী দেখানো ভেকেন্সি এবং সাবজেক্ট অনুযায়ী রোস্টার পয়েন্টের তথ্য DI ও SSC অফিসে পাঠায় সেই ভাবেই স্কুল সার্ভিস কমিশন তাদের রিকোমেন্ডেশন দিয়েছে। কিন্তু বর্তমানে কয়েকটি DI/ADI অফিস থেকে জানানো হচ্ছে সাবজেক্ট মিসম্যাচ থাকার জন্য অ্যাপ্রুভাল দেওয়া সম্ভব নয়।

পড়ুন:  প্রধান শিক্ষক নিয়োগ: রাজ্যের স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের

যদিও এই ভুল বিদ্যালয়ের কোনোভাবেই নয় কারণ ৮/৩/২০১৮ থেকে বিদ্যালয়গুলির কোন রোস্টার মেন্টেন করার দায়িত্ব বিদ্যালয়ের হাতে নেই যা মধ্যশিক্ষা পর্ষদের হাতে দেওয়া হয়েছে, Vide Memo নম্বর: 214-SE/S/10M-01/18 Dt- 8/3/18। কিন্তু আবার উচ্চ প্রাথমিকের নিয়োগের আগেই ডিআই অফিসের নির্দেশে ( Memo No- 151 / SE Dated 07.02.2023) বিদ্যালয়গুলি ০৮/০৩/২০১৮ তারিখের পরের আপটুডেট রোস্টার অতিদ্রুত অথেন্টিকেট করতে বাধ্য হয় ও স্কুলগুলি সেই মতো প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে।

পড়ুন:  দারুন খবর, বাড়তি মিলবে পুজোর ছুটি! টানা বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের হলিডে লিস্ট দেখেনিন

এমতাবস্থায়, বিভিন্ন বিদ্যালয় নিয়োগ প্রাপ্ত উচ্চ প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকাগণ যাতে অতিদ্রুত এপ্রুভাল পান সেই বিষয়টি স্কুল শিক্ষা দফতরের কাছে আবেদন জানিয়েছে APGTWA শিক্ষক সংগঠনটি। এই বিষয়গুলি বিবেচনা করে সহানুভূতির সাথে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে আবেদন কর হয়েছে।