এসএসসি, শিক্ষক নিয়োগ: চলছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। শেষ হল স্কুল সার্ভিস কমিশনের (SSC) উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের প্রথম পর্ব। কাউন্সেলিং শেষে সুপারিশ পত্র পেলেন মোট ৫০৯ জন চাকরিপ্রার্থী।
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল মোট ৬৫৮ জনকে। যার মধ্যে অনুপস্থিত রইল ১৪৭ জন এবং কাউন্সেলিংয়ে এসেও সুপারিশ পত্র নিল না দু’জন। মোট উপস্থিত ছিল ৫০৯ জন।
এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “আদালতের নির্দেশে আমরা কাউন্সেলিং দ্রুত শুরু করেছি। প্রথম পর্বের কাউন্সেলিং সম্পন্ন হল। ৫০০-র বেশি চাকরিপ্রার্থী অনুমোদন পত্র গ্রহণ করেছে। ১১ অক্টোবর থেকে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হবে, যেখানে বাদবাকি সকলকেই ডাকা হবে।”
প্রথম পর্বের কাউন্সেলিং শেষ হয়েছে। এবার হবে দ্বিতীয় পর্বের কাউন্সেলিং প্রক্রিয়া। আগামী ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত, মাঝে শনি-রবি বাদ দিয়ে প্রত্যেক দিন কাউন্সেলিং চলবে। ১২ ও ১৩ নভেম্বর, দু’দিন বন্ধ থাকছে এই প্রক্রিয়া।
মোট ১৪, ০৫২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। এর মধ্যে ৮,৭৪৯ জনকে মেধাতালিকায় রাখা হয়েছিল। বাকি প্রার্থীদের ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। মেধাতালিকা ভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং শেষ হলে ওয়েটিং প্রার্থীদের কাউন্সেলিং করানো হবে।
এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ-এর সভাপতি সুশান্ত ঘোষ বলেন, “ধারাবাহিক ভাবে দ্বিতীয় কাউন্সেলিং করতে হবে, যাতে ৩১ ডিসেম্বরের মধ্যে নিশ্চিত ভাবে প্রার্থীরা কাজে যোগ দিতে পারে। ডিভিশন বেঞ্চ এবং শীর্ষ আদালতের নির্দেশ মতো ১৪,০৫২ জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে।”