Homeপশ্চিমবঙ্গবড় খবর: পাঁচ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি, ২,০৭২টি শূন্য আসনে শিক্ষক নিয়োগের...

বড় খবর: পাঁচ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি, ২,০৭২টি শূন্য আসনে শিক্ষক নিয়োগের জন্য ডাকবে SSC, জেনেনিন বিস্তারিত

প্রথম দফার কাউন্সেলিংয়ের পরে দুই হাজারেরও বেশি পদ ফাঁকা থেকে গিয়েছে। সেই পদগুলির জন্য এবার ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়ে কাউন্সেলিং শুরু হবে। এসএসসি অপেক্ষমাণ তালিকায় ৫ হাজারের বেশি চাকরি...

SSC শিক্ষক নিয়োগ: উচ্চ প্রাথমিকে দ্বিতীয় দফার কাউন্সেলিং পর্ব শুরু হতে চলেছে ১৬ ডিসেম্বর থেকে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনই খবর মিলেছে। উচ্চ প্রাথমিকে দ্বিতীয় দফার কাউন্সেলিং চলবে ১৬ থেকে ২৪ ডিসেম্বর। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

জানা গেছে, প্রথম দফার কাউন্সেলিংয়ের পরে দুই হাজারেরও বেশি পদ ফাঁকা থেকে গিয়েছে। সেই পদগুলির জন্য এবার ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়ে কাউন্সেলিং শুরু হবে। এসএসসি অপেক্ষমাণ তালিকায় ৫ হাজারের বেশি চাকরি প্রার্থী আছেন। এবার এই প্রার্থীদের নিয়েই কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালিত হবে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বার বার কাউন্সেলিং করে সমস্ত শূন্যপদ পূরণ করা হবে। এদিকে, বেশ কিছু স্কুলে পরিচালন কমিটি না থাকায় উচ্চ প্রাথমিকের প্রার্থীরা কাজে যোগ দিতে পারছেন না। তাই, সেই স্কুলগুলিতে অবিলম্বে প্রশাসক নিয়োগের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে ডিসেম্বরে তৃতীয় সপ্তাহে, ১৬ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে। প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি হয়েছে বলে এসএসসি সূত্রের খবর। কয়েক দিনের মধ্যেই কমিশনের তরফে কাউন্সেলিং এর সূচিও প্রকাশ করা হবে। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সেলিং- এ ওয়েটিং লিস্টে থেকে ২,০৭২টি শূন্য আসনের জন্য ডাকা হবে চাকরিপ্রার্থীদের।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments