শিক্ষক নিয়োগ: রাজ্যের এই স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ চলছে, জেনেনিন এক্ষুনি

971
শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ হবে। শিক্ষক নিয়োগ করবে শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। 

কলকাতার হরিনাভিতে শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট -এ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। নিম্নলিখিত বিষয়ের শিক্ষক / শিক্ষিকা নিয়োগ হবে –

বিষয়: Chemistry, Political Science & Education.

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষকতার প্রশিক্ষন (B.Ed.) সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর৷

পড়ুন:  SSC শিক্ষক নিয়োগ: পুজোর আগেই আপার প্রাইমারি নিয়োগ শুরু, যা জানালেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

NCTE র নিয়ম মেনে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। বিস্তারিত জানতে অনুগ্রহ করে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

স্নাতকোত্তর, বি-এড শিক্ষকশিক্ষিকা চাই রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান বিষয়ে। আবেদনের শেষ দিন ৩০/০৩/২০২৫। শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট, জে.এন. বোস রোড, হরিনাভি, কলকাতা-১৪৮।

পড়ুন:  Assistant Professor: একাধিক বিষয়ে স্থায়ী শূন্যপদে সহকারী অধ্যাপক পদে নিয়োগ করছে UCTC কলেজ, আবেদন করুন