HomeWest Bengal'এতে কোনও সমস্যা হবে না...', টানা কাউন্সেলিং নিয়ে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান...

‘এতে কোনও সমস্যা হবে না…’, টানা কাউন্সেলিং নিয়ে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, জানালেন এই কথা

উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া পুজোর আগেই শুরু হবে। দীর্ঘ আট বছরের অপেক্ষা অবশেষে অবসান হতে চলেছে। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিয়োগ এবার সম্পন্ন হতে চলেছে। শুক্রবার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

এসএসসি সিদ্ধার্থ মজুমদার: উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া পুজোর আগেই শুরু হবে। দীর্ঘ আট বছরের অপেক্ষা অবশেষে অবসান হতে চলেছে। উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিয়োগ এবার সম্পন্ন হতে চলেছে। শুক্রবার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। পুজোর আগেই, ৩ এবং ৪ অক্টোবর হবে প্রথম দু’দফার কাউন্সেলিং। পুজোর পরে আরও চার দফা কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ের পরবর্তী দিনগুলি হল, ২৪, ২৫, ২৮ এবং ২৯ অক্টোবর।

এসএসসি সূত্রে জানা গেছে, কাউন্সেলিংয়ের মাধ্যমে
স্কুল বাছাইয়ের পরই চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র তুলে দেওয়া হবে। এই সুপারিশপত্রের
ভিত্তিতে নিয়োগপত্র দেবে নির্দিষ্ট স্কুল।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে গত ২৮ আগস্ট কমিশনকে মেধাতালিকা প্রকাশ ও তার চার সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল। এই সময়সীমা অবশ্য মানা সম্ভব হচ্ছে না এসএসসির পক্ষে। এ প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘এতে কোনও সমস্যা হবে না।কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। কাউন্সেলিংও শুরু হচ্ছে। মাঝে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। তার মধ্যে কাউন্সেলিং সম্ভব নয়। ছুটির পরেই টানা কাউন্সেলিং করা হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু হচ্ছে ৭ অক্টোবর, সোমবার থেকে। ৫ অক্টোবর শনিবারই তার আগে শেষ স্কুল । সেক্ষেত্রে ৩ এবং ৪ অক্টোবর, যে ২৫৪ জন চাকরির সুপারিশপত্র পাচ্ছেন তাঁদের মধ্যে অনেকেরই চাকরিতে জয়েন’ করার সম্ভাবনা রয়েছে।

মেধাতালিকা প্রকাশের এক মাসের মধ্যেই ছয় দফায় কাউন্সেলিং সম্পন্ন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ৪ অক্টোবর বাদে অনান্য দিনের কাউন্সেলিং শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। ৪ অক্টোবরের কাউন্সেলিং হবে দুপুর ২ টো থেকে। পার্শ্ব শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা থাকছে। এই ছ’দিনে সব মিলিয়ে সাড়ে ছ’শোর কিছু বেশি প্রার্থীদের হিন্দি, তেলুগু, উর্দু, নেপালি এবং ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, হিন্দি, উর্দু, আরবি, জীবনবিজ্ঞান ও ইংরেজি বিষয়ে শিক্ষক হিসেবে নিয়োগের কাউন্সেলিং হবে। এর মধ্যে মাত্র দুটি বাংলা মাধ্যম স্কুলে আরবি ও হিন্দির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!