Homeচাকরির খবরSSC শিক্ষক নিয়োগ: পুজোর আগেই আপার প্রাইমারি নিয়োগ শুরু, যা জানালেন চেয়ারম্যান...

SSC শিক্ষক নিয়োগ: পুজোর আগেই আপার প্রাইমারি নিয়োগ শুরু, যা জানালেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ




SSC শিক্ষক নিয়োগ: পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে উচ্চ প্রাথমিকে। আদালতের নির্দেশ মেনে আগামী সপ্তাহেই উচ্চ প্রাথমিকের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেক্ষেত্রে পুজোর আগেই শুরু হবে কাউন্সেলিং। যাঁদের কাউন্সেলিং হবে, তাঁদের সুপারিশপত্রও দেওয়া হবে বলে বুধবার জানালেন স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

দীর্ঘ শুনানির পর গত ২৮ অগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছে, উচ্চ প্রাথমিকে মেধা তালিকায় ১২,৫৮৯ জনের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যাওয়া ১৪৬৩ জনকেও সুযোগ দিতে হবে। আগামী ৪ মাসের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। তার ৪ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগ নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “গত ২৮ অগস্ট হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে হবে। তার পরের এক মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমরা আশা করছি, হাই কোর্ট যে সময় বেঁধে দিয়েছে, সেই এক মাসের আগেই প্যানেল প্রকাশ করে দিতে পারব। সেই সঙ্গে সুপরিশপত্র দেওয়ার কাজও শুরু করতে পারব।”

সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে, কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে প্যানেল তৈরি
করা হচ্ছে। সুপারিশপত্র দেওয়ার সময়েই স্কুল বাছাইয়ের কাজও হয়ে যাবে বলে জানান তিনি।




গত বছর নভেম্বরে যে কাউন্সেলিং হয়েছিল, সেই কাউন্সেলিং বাতিল হবে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে। এসএসসি জানিয়েছে, সুপারিশপত্র দেওয়ার পরে স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ
হবে। এসএসসি-র কর্তারা জানিয়েছেন যে, এক দিনে কমবেশি ৩০০ জনের কাউন্সেলিং হলেও মেধা তালিকায় থাকা প্রায় ১৪ হাজারের কাউন্সেলিং শেষ হতে অনেকটা সময় লাগবে। তাই পুজোর আগেই কাউন্সেলিং শুরু করে দিতে চাইছে এসএসসি।

পড়ুন:  SSC শিক্ষক নিয়োগ: স্কুলে স্কুলে পৌঁছে গেল সুপারিশ পত্র, আপার প্রাইমারি নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!