নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের OMR শিট ও বেতন ফেরতের মামলায় শুনানি শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে! তবে রায়দান স্থগিত রাখা হয়েছে। আপাতত রায়দান স্থগিত রাখল বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ।
এদিন রাজ্যের শিক্ষা দফতরের হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি দাবি করেন, এসএসসি-তে ২৬০০০ চাকরি বাতিল মামলার রায় এখন সুপ্রিম কোর্টের রায়। পুনর্বিবেচনার আবেদনের বিচার হবে শীর্ষ আদালতে। তাই এই অবস্থায় হাইকোর্ট আদালত অবমাননার মামলার শুনানি করতে পারে না।
SSC-তে ২২ লাখ OMR প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যদিও OMR প্রকাশ করা হয়নি। অযোগদের টাকা ফেরত নিয়েও ব্যবস্থা নেয়নি রাজ্য। তাই আদালত অবমাননার মামলা করা হয়। তবে এই মামলা কলকাতা হাইকোর্টে শোনার এক্তিয়ার নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল রাজ্য। ১ মে ফের মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই রায়দান স্থগিত রাখল হাইকোর্ট।
এর আগে এসএসসি আইনজীবী সপ্তাংশু বোসে’র সওয়াল ছিল, OMR প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে। কলকাতা হাইকোর্ট নয়। তাই মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় কোনও অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে।
মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্তে’র সওয়াল ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনও পরিবর্তন করে তবে আদালত অবমাননা মামলা সর্বোচ্চ আদালতে হওয়া উচিত। ওই রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। এসএলপি অ্যাডমিট না হলে এখানে আদালত অবমাননার মামলা করা যেত। এসএলপি অ্যাডমিট হয়েছে। হাইকোর্টের রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টে আদালত অবমাননার মামলা গ্রাহ্য নয়। তাই মধ্যশিক্ষা পর্ষদ অবমাননার মামলার ক্ষেত্রে কোনও অবস্থান জানাতে পারছে না।
যদিও আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতে দাবি করেছিলেন, ‘সাংবিধানিক আদালতের নিজস্ব ক্ষমতা আছে অবমাননার মামলা শোনার৷’