SSC: ‘কোথায় তালিকা? সারারাত পড়ে থাকব,’ হুঙ্কার শিক্ষকদের, ৬টার সময় পেরতেই SSC ভবনে ধুন্ধুমার পরিস্থিতি

890

নিউজ ডেস্ক: ‘কোথায় তালিকা?’ ৬টার সময় পেরতেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) ভবনে ধুন্ধুমার পরিস্থিতি। ‘সারারাত পড়ে থাকব’, হুঙ্কার চাকরিহারা শিক্ষকদের। ‘থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য’ বলে ঘোষণার দাবি ঘিরে এসএসসি ভবনে সামনে তুলকালাম চাকরিহারা যোগ্য শিক্ষকদের।

এসএসসির সঙ্গে বৈঠক, আরেক দিকে প্রবল বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ‘থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য’ বলে ঘোষণার দাবি ঘিরে এসএসসি ভবনে সামনে তুলকালাম। পুলিশের উপর আছড়ে পড়ল চাকরিহারাদের ভিড়। 

২৬ হাজার চাকরি বাতিল নিয়ে আজ যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক, এই দাবি নিয়ে আজ এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসেছিলেন চাকরিহারারা। চাল থেকে আলাদা হবে কাঁকর? এই প্রশ্ন তুলে চাপ বাড়িয়ে আন্দোলনে বসেছিলেন শিক্ষকরা। অবস্থানে বসেছিলেন শিক্ষাকর্মীরাও।

প্রসঙ্গত উল্লেখ্য, SSC-র তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী। এদিন সকালে বলা হয়েছিল আজ ৬টার পর যোগ্যদের তালিকা প্রকাশিত হবে। কিন্তু এদিন ৬টার পরও লিকা প্রকাশ না হতেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। শিক্ষক-পুলিশ হাতাহাতিতে SSC ভবনের সামনে তুলকালাম, এল আরও বাহিনী।

পড়ুন:  ক্লাসরুমে ছাত্রের সঙ্গে বিয়ে! মুখ খুললেন সেই অধ্যাপিকা, সামনে এল সত্যিটা

চাকরিহারাদের দাবি, ‘ডেডলাইন দেওয়া হলেও কেন এখনও তালিকা প্রকাশ করতে পারল না কমিশন? তবে কি ফের কারচুপির চেষ্টা করা হচ্ছে? দরকারে চেয়ারম্যানকে সিংহাসন থেকে নামাবো। শিক্ষকদের জনবিদ্রোহ দেখবে বাংলা।’