SSC: ‘অযোগ্য’ চাকরিহারাদের বেতন ফেরাতে কী পদক্ষেপ? রাজ্যের জবাব তলব হাই কোর্টের

1548
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: ‘অযোগ্য’ চাকরিহারাদের বেতন ফেরাতে কী পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার? রাজ্যের জবাব তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশ মানা হয়নি, এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এদিন শুনানি হয়।

পড়ুন:  SSC শিক্ষক নিয়োগ: এ বিষয়ে আমরা খোঁজখবর রাখছি! যা জানালেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

এদিন মামলার শুনানিতে বিচারপ্রতি জানতে চান, ‘অযোগ্য’ চাকরিহারাদের বেতন ফেরাতে কী পদক্ষেপ করছে রাজ্য? ‘দাগি’ হিসেবে চিহ্নত হওয়া সত্ত্বেও নাকি চাকরিহারাদের বেশ কয়েকজন এখনও বেতন পাচ্ছেন। তাতে রাজ্যের কি পদক্ষেপ ? এইসব প্রশ্ন তোলা হয়।

আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওএমআর শিট আপলোডের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট, তা পালন হয়েছে কিনা, বা কী পদক্ষেপ নিয়েছে কমিশন, এই সব গোটা বিষয়টাই আদালতকে জানাতে হবে। পরবর্তী শুনানিতে রাজ্যকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পড়ুন:  SSC: কাউন্সেলিংয়ে এসেও সুপারিশ পত্র নিল না দু’জন, অনুপস্থিত রইল ১৪৭ জন, বড় তথ্য দিলেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় চিহ্নিত বা দাগি অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও একই নির্দেশ বহাল রেখেছে। আজ এই সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি হয়। আদালত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।