যোগ্য-অযোগ্যর তালিকা সিবিআই-ও জানে, এসএসসি-ও জানে: ব্রাত্য বসু, শুক্রে জরুরি বৈঠক

3889
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরিহারা হয়েছে। যোগ্য এবং অযোগ্য বিতর্ক চলছে রাজ্যজুড়ে। সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালে এসএসসির নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। তাঁদের মধ্যে যে সমস্ত ব্যক্তিকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে তাঁদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যোগ্যদের কারও চাকরি যাবে না বলে নেতাজি ইন্ডোরের সভা থেকে চাকরিহারাদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

যোগ্য কারা-অযোগ্যই বা কারা, তালিকা আছে SSC-CBI উভয়ের কাছেই! এমনই বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যোগ্য-অযোগ্য শিক্ষকের তালিকা আলাদা করা যায়নি বলেই ২০১৬ সালে এসএসসি-তে নিয়োগ শিক্ষকদের গোটা প্যানেলই বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। 

ব্রাত্য বসু বলেন, ‘বিজেপির এক নেতা দাবি তুললেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি হোক, কাঁরা যোগ্য-অযোগ্য বাছাই করুক, এটা তো ভুল কথা। যোগ্য-অযোগ্য সিবিআই বাছাই করেছে। তারা দিল্লির এক সংস্থাকে দায়িত্ব দিয়েছিল। তাদের হার্ডডিস্কও বাজেয়াপ্ত করেছে সিবিআই।’

ব্রাত্য বসু আরও বলেন, ‘সেখান থেকে যোগ্য-অযোগ্য সিবিআই বের করেছে। এবং সেখান থেকে যোগ্য-অযোগ্য সিবিআই বের করেছে। সেই তালিকার সঙ্গে এসএসসির দেওয়া তালিকা সম্পূর্ণ মিলেও গিয়েছে বলে দাবি করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। তাহলে যোগ্য-অযোগ্যর তালিকা সিবিআই-ও জানে, এসএসসি-ও জানে। সেখানে আমার ব্যক্তিগত মত থাকতে পারে না’।

শিক্ষামন্ত্রী একই সঙ্গে বলেন, ‘মাইনের পোর্টালও খুলেছে। মাইনে সরকার দেবে। কেউ কারও মাইনে দেয় না। মাইনে প্রাপ্য। নিজের অধিকারে, যোগ্যতায় মাইনে পায়। সরকার কাউকে মাইনে দেয় মানে, তাঁকে দখল করে দেয় না। আমি বলব, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন যোগ্য চাকরিহারারা। মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন তা রাখবেন।”

পড়ুন:  SSC: শূন্যপদ ১৪,৩৩৯টি, মোট চাকরি প্রার্থী ১৪,০৪২, মেধাতালিকা প্রকাশ করে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি

আগামিকাল বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে থাকবেন থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দুপুর ২ টোয় বৈঠক শুরু হবে বলে খবর। জানা যাচ্ছে, চাকরিহারাদের আট প্রতিনিধি সেখানে থাকবেন। কিন্তু সমাধান সূত্র মিলবে কি? উত্তরের অপেক্ষায় গোটা বাংলা।

পড়ুন:  দিতেই হবে ডিএ! এই কর্মসূচীর ডাক দিল কো-অর্ডিনেশন কমিটির এবং সংগ্রামী যৌথ মঞ্চ, DA নিয়ে চাপে মমতা সরকার!

যদিও শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “গতকাল কলকাতার ডিআই অফিসের শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ এবং পেটে লাথি মারার মধ্য দিয়ে সরকার পুরো শিক্ষক সমাজের উপর এবং নিজের প্রশাসনের মুখের উপর লাথি মেরেছে। এর প্রতিবাদে আমরা দলমত নির্বিশেষে আজকের মিছিলে যোগ দিয়েছিলাম। আগামীকাল এসএসসি দপ্তর অভিযানে আমরা সবাই থাকছি। মিরর ইমেজ প্রকাশ করে সমস্যার সমাধান না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।”