Homeপশ্চিমবঙ্গBIG NEWS: গেরুয়া শিবিরে বিরাট ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন শুভেন্দু ঘনিষ্ট বিধায়ক

BIG NEWS: গেরুয়া শিবিরে বিরাট ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন শুভেন্দু ঘনিষ্ট বিধায়ক

নিউজ ডেস্ক: এবার বড় ধাক্কা খেল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার BJP বিধায়ক তাপসী মণ্ডল। CPM বিজেপি হয়ে ২৬-র আগে এবার ঘাসফুলের জমিতে নেমে পড়লেন তিনি। জল্পনা চলছিলই, সেই জল্পনা কাটিয়ে অবশেষে  তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক।

এদিন বিকালে, তৃণমূল ভবনে তাপসীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিজেপি ত্যাগ প্রসঙ্গে তাপসী বলেন, ‘‘বিভাজনের রাজনীতি চলছে। দেখতে পাচ্ছি মানুষ তা প্রত্যাখ্যান করছেন। আমার পক্ষেও এই রাজনীতি মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল।’’  

তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও আঙুল তুলে তিনি বলেন, ‘‘ওঁর মাধ্যমেই আমাকে কোণঠাসা করা হচ্ছিল। বাইরে থেকে এসে সকলের সঙ্গে বিরোধিতায় জড়াচ্ছেন।’’

শুভেন্দুর হাত ধরেই দলবদল করেন। শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। তাপসী বিজেপিতে যান সিপিএম ছেড়ে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাপসী হলদিয়া থেকে বিজেপির টিকিটে লড়েন। আবার জয়ী হন। এত দিন শুভেন্দুর ‘ঘনিষ্ঠ’ বৃত্তেই তাঁকে দেখা গিয়েছে। শুভেন্দু ঘনিষ্ট তাপসীর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে বিরাট জল্পনা তৈরি হয়েছে।

তবে এদিন দলবদল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন, “এ বিষয়টা আমার কাছে অনেক পুরনো। এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, পশ্চিমবঙ্গ নির্বাচনের বছরে তাই কোনও বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, সেই বার্তা পাওয়ার পরের দিনই তাপসী তাঁর দেওয়ালে থাকা পদ্মফুল মুছে দিয়েছিলেন। কাজেই এটা আমাদের কাছে নতুন নয়। উনি সুব্রত বক্সীর সঙ্গেও কথা বলেন। সেটাও আমরা ভাল করে জানি।”

পড়ুন:  ভারী বৃষ্টিপাতে জলস্তর বিপদসীমার উপরে বইছে! বৃষ্টি কি কমবে? যা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর

তাপসীর দলবদল রাজ্য বিজেপিতে ‘ধাক্কা’-র চেয়েও বেশি করে উল্লেখযোগ্য তার কারণ, শুভেন্দুগড়ে ভাঙন ধরিয়েছেন তিনি। যদিও ব্যাপারটাকে আমল দিতে নারাজ শুভেন্দু। তিনি বলেন, “ঠিক যেভাবে মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাসের মতো দলবদলুদের হারিয়েছিলাম লোকসভায়, একই ভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল (তৃণমূল) প্রার্থী করে, তাহলে আমাদের কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলরাই ওঁর বিসর্জন দেবে। ওঁকে শুধু নয়, শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে।” 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments