নিউজ ডেস্ক: তবে কি SSC ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে কিছু বলবে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। বারেবারে শুনানি পিছিয়ে যাওয়ার পর আজ ফের চাকরি বাতিল মামলার শুনানি হচ্ছে সর্বোচ্চ আদালতে। গত বৃহস্পতিবার এসএসসির ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সে দিন শুনানি হয়নি। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজ মামলাটির শুনানি হবে।
এর আগে মামলাটি শুনেছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। প্রথম দিকে কয়েকটি শুনানি হবার পর আর শুনানি হয়নি চন্দ্রচূড়ের বেঞ্চ। বিচারপতি সঞ্জীব খন্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসার পর আজ মামলাটি প্রথম বার শুনতে পারেন। সেই মতো আজ দুপুর ১২টা নাগাদ মামলাটি শুনতে পারে শীর্ষ আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২ এপ্রিল ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দেয়। তার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে এই বিপুল সংখ্যক চাকরি বাতিল হয়।
ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। পাশাপাশি, একাধিক শিক্ষক সংগঠন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশও। হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এমতাবস্থায় আজ বর্তমান প্রধান বিচারপতি খন্নার বেঞ্চ ওই মামলার শুনানি হবে।