নিউজ ডেস্ক: টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপুর্ন নোটিশ দেওয়া হল। সাউথ রিজিয়নে TET সার্টিফিকেট (Revalidated Life Time) এর বিতরণ সূচীর নোটিশ দেওয়া হল। RSSC, দক্ষিণ অঞ্চলের TET সার্টিফিকেট বিতরণ সংক্রান্ত নোটিশ এল।
প্রার্থীদের জানানো হচ্ছে যে এসএসসি দক্ষিণাঞ্চলের লাইফ টাইম ভ্যালিডেশন সহ TET সার্টিফিকেট বিতরণ করা হবে। এই অঞ্চলের অফিসে নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী বিতরণ করা হবে, WBRSSC (SR)।
TET শংসাপত্র সংগ্রহের জন্য প্রার্থীরা তাদের TET সার্টিফিকেট জমা দেওয়ার রসিদ কপি, TET অ্যাডমিট কার্ড এবং যেকোনো একটি আইডি প্রমাণ নিয়ে যাবেন। অনুমোদিত ব্যক্তির, প্রার্থীর আইডি প্রুফ সহ সত্যায়িত স্বাক্ষর সহ অনুমোদন পত্র জমা দিতে হবে।
এনিয়ে বিশিষ্ট শিক্ষক চন্দন গরাই বলেন, “৮ মাস পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় টেট লাইফটাইম ভ্যালিডেশন সার্টিফিকেট নেওয়ার সময়সূচি দিলো স্কুল সার্ভিস কমিশন, বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার ডিউটিতে থাকবে, বিষয়টি ভাবা দরকার ছিল।”