নিউজ ডেস্ক: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিমকে হেনস্থা করার ঘটনায় কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলা করল। মামলটি শুনবে তিন বিচারপতির বেঞ্চ। বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্যায়, সব্যসাচী ভট্টাচার্য, রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ের চাকরি প্রার্থীদের একাংশ। এই প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পত্র পেয়ে গেলেও মামলা থাকায় নিয়োগ পত্র পাননি।
সুপার নিউমেরারি পোস্টে নিয়োগ করার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এই আবেদন করা হয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। বিচারপতি বিশ্বজিৎ বসু বিষয়টি নিয়ে রাজ্যের কাছে লিখিত রিপোর্ট চেয়েছিলেন। যদিও বিক্ষোভকারীদের বছরের পর বছর এই ভাবে মামলা করে জীবন অতিষ্ট করে দেওয়া হচ্ছে। এমনকী, বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল ওই দিনে।