SSC শিক্ষক নিয়োগ: দুর্গ পুজো মিটিতেই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে বড় আপডেট সামনে এল। লিখিত পরীক্ষার ফল হতে পারে কবে? মিলল বড় আপডেট! এসএসসির নিয়োগ পরীক্ষার ফল এই মাসেই প্রকাশিত হতে পারে।
দীর্ঘ কয়েক বছর পর স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর পরীক্ষা নির্বিঘ্নে মিটেছে। গত মাসেই এসএসসি-এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গোটা রাজ্যে সুষ্ঠ ভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, দ্রুত ফল প্রকাশ করে ইন্টার্ভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে।
সেই হিসাবে এবার পালা ফল প্রকাশের। চলতি মাসেই অর্থাৎ এই অক্টোবর মাসেই পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। এরপর আগামী মাস অর্থাৎ নভেম্বরে শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি সূত্রে এমনটাই জানা গেছে।
এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-এর গোটা প্যানেল বাতিল হয়ে যায়। এরাজ্যের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। যদিও যোগ্য শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে কাজ চালিয়ে যেতে পারবেন। এরপর বহু আইনি জটিলতার পর সেই সুপ্রিম নির্দেশেই নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। সেই পরীক্ষার ফল এই মাসেই প্রকাশিত হতে পারে। আর এই ফল প্রকাশের দিকেই তাকিয়ে আছেন কয়েক লক্ষ চাকরি প্রার্থী।