SSC: রিলিজ না নিয়েই চাকরি ছেড়েছিলেন! হাইস্কুল থেকে প্রাথমিকে ফিরতে আবেদন, কি হবে শিক্ষকদের?

3737
SSC শুনানি সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্যই চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। যদিও আদালত জানিয়েছিল, যাঁরা আগে কোথাও চাকরি করতেন, তাঁরা সেখানেই কাজে যোগ দিতে পারবেন। এই অবস্থায় হাইস্কুলের চাকরি হারিয়ে প্রাথমিক স্কুলে শিক্ষক পদে ফিরতে চাইছেন চাকরিহারারা, তবে তাঁদের মধ্যে অনেকেই রিলিজ না নিয়ে প্রাথমিক স্কুল ছেড়েছিলেন বলে জানা যাচ্ছে। 

পড়ুন:  Big News: SSC আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, জেনেনিন বিস্তারিত

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়ে নিজের পুরনো প্রাইমারি স্কুলেই ফিরতে চাইছেন শিক্ষকরা। সেইমতো আবেদন করতেও শুরু করে দিয়েছেন তাঁরা। যদিও রাজ্য সরকারের তরফে এনিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি করা হয়নি। আগেভাগেই শিক্ষা সংসদে আবেদনপত্র জমা করে দিচ্ছেন শিক্ষকরা। সেইমতো আবেদনপত্র গ্রহণ করে রাখা হয়েছে। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তবে তবে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন শিক্ষক এনওসি না নিয়েই প্রাইমারি স্কুল ছেড়ে হাইস্কুলে যোগদান করেছিলেন। এই অবস্থায় নদীয়া জেলার ডিপিএসসির চেয়ারম্যান দেবাশিস বিশ্বাস বলেন, পুরনো প্রাইমারি স্কুলের চাকরিতে ফিরে যাওয়ার জন্য বেশ কিছু আবেদনপত্র জমা পড়ছে। শিক্ষকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে তা দিয়ে যাচ্ছেন। কিন্তু, এই নিয়ে কোনও নির্দেশিকা জারি হয়নি। তবে তাঁদের আবেদনপত্র আমরা গ্রহণ করছি।

সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল, চাকরিহারা শিক্ষকরা তাঁদের পুরনো কর্মক্ষেত্রে ফিরতে পারবেন। এই অবস্থায় পুরনো স্কুলে ফিরে যাওয়ার হিড়িক পড়েছে শিক্ষকদের মধ্যে। যদিও কতজন প্রাইমারির শিক্ষক হাইস্কুলের চাকরি পাওয়ার পর পদত্যাগ করেছিলেন,‌ তার চূড়ান্ত তালিকা নেই প্রশাসনের কাছেও। সেই তালিকাও শিক্ষা সংসদের তরফে তৈরি করা হচ্ছে।