হুগলি, ২৭ সেপ্টেম্বর, ২০২৫: টেট পাশ না করা যেকোনও শিক্ষককে টেট পাশ করতে হবে বলে নির্দেশে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই রায়ের পরেই শিক্ষকদের মধ্যে একটি আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে কোন জেলায় কতজন শিক্ষক টেট না পাশ করা শিক্ষক আছেন তাঁর তথ্য চেয়েছে বোর্ড। সার্কেলগুলোকে এই সম্পর্কিত নির্দেশ দিয়েছে।
এরই মধ্যে বৈদ্যাবাটী সার্কেলের স্কুলগুলির সার্ভিসিং (সেবারত) শিক্ষকদের টেট (Teacher Eligibility Test) সংক্রান্ত তথ্য প্রদান বিষয়ক পূর্ববর্তী একটি নোটিশ বাতিল করেছে কর্তৃপক্ষ।
বৈদ্যাবাটী সার্কেলের স্কুলগুলির উপ-পরিদর্শক (Sub-Inspector of Schools) এর কার্যালয় থেকে ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে একটি নতুন আদেশ জারি করা হয়েছে। মেমো নম্বর ৫৯৬/বৈ দাতা এই আদেশে বলা হয়েছে, গতকাল ২৪ সেপ্টেম্বর জারি করা মেমো নম্বর ৫৯৪/বৈ তারিখ ২৪.০৯.২০২৫-এর নোটিশটি hereby cancelled বা এতদ্দ্বারা বাতিল করা হলো।
নোটিশে উল্লেখ করা হয়েছে, হুগলি জেলার বিদ্যালয় পরিদর্শক (পূর্ব শিক্ষা বিভাগ) [DI/S (PE), Hooghly]-এর নির্দেশে এই পূর্ববর্তী নোটিশ বাতিল করা হচ্ছে। এ সংক্রান্ত কোনো নতুন নির্দেশনা উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া মাত্রই শিক্ষকদের জানানো হবে বলে নোটিশে উল্লেখ আছে।