প্রধান শিক্ষক নিয়োগ: অবশেষে ১১০০ স্কুলে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে। কোচবিহার জেলার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষকের অভাব মিটতে চলেছে। নিয়োগ নিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (ডিপিএসসি) জানিয়েছে, জেলায় প্রধান শিক্ষক নেই, এমন ১১০০ প্রাথমিক স্কুলে খুব তাড়াতাড়ি প্রধান শিক্ষক নিয়োগ করবে শিক্ষা দপ্তর। সিনিয়ারিটির ভিত্তিতে স্কুলগুলিতে শিক্ষা দপ্তর এই শিক্ষক নিয়োগ করবে বলে জানা গিয়েছে।
প্রধান শিক্ষক নিয়োগ প্রসঙ্গে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা বলেন, ‘নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে। আশা করছি, চলতি মাসের মধ্যে জেলার বাকি থাকা ১১০০ স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ হয়ে যাবে। সিনিয়ারিটির ভিত্তিতে স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, কোচবিহার জেলায় ২৬টি সার্কেলে সবমিলিয়ে মোট ১৮৫৩টি প্রাথমিক স্কুল রয়েছে। তবে এতদিন এর মধ্যে অধিকাংশ স্কুলেই প্রধান শিক্ষক ছিলেন না। এতে স্কুলগুলিতে নানা সমস্যা দেখা দিত। তবে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় দ্রুত সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে।
কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গেছে, জেলায় কোন কোন প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নেই, শিক্ষা দপ্তরের নির্দেশে তার তালিকা তৈরি করা হয়। শিক্ষা দপ্তরের অনুমোদনে খুব তাড়াতাড়ি সেই স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে।