Homeচাকরির খবরশিক্ষক নিয়োগ বিতর্কের আবহেই প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

শিক্ষক নিয়োগ বিতর্কের আবহেই প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

প্রাথমিক শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ: প্রথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষক পর্ষদ।নিয়োগ (Teacher recruitment) সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি পর্ষদের। নোটিশ জারি করে বলা হয়েছে, ২০২২ সালের যে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছিল তার উপর ভিত্তি করে ইতিমধ্যেই জেলাওয়ারী প্যানেল লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট অনুযায়ীই শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হবে।

পড়ুন:  ব্রেকিং: টেট পরীক্ষার ফল এবং প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট সুখবর এল, জেনেনিন এক ক্লিকেই

গত ২৭ তারিখ এই বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে নির্দিষ্ট তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের পছন্দমত জেলায় গিয়ে জেলা শিক্ষা অধিকর্তার সঙ্গে যোগাযোগ করতে। ইতিমধ্যে কাউন্সিলিংয়ে প্রাপ্ত প্রার্থীদের লিস্ট ডিপিএসসিতে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা আয়োজিত ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ টেট ২০২২ সালে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জেলাওয়ারী প্যানেল লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যা কিনা রাজ্য স্তরে আয়োজিত গত ২১ আগস্ট, ২০২৪ এবং ২২ আগস্ট, ২০২৪ তারিখের কাউন্সিলিং এর ভিত্তিতে হয়েছে।

পড়ুন:  মোট ৫৭,২০৮ শূন্যপদে নিয়োগ! পরীক্ষার সূচি প্রকাশ SSC-র, কবে কবে পরীক্ষা? রইল বিস্তারিত তালিকা

যে সকল চাকরিপ্রার্থীরা কাউন্সিলিংয়ের সময় নিজেদের পছন্দমত জেলা নির্বাচন করেছিলেন তাদের নির্বাচিত জেলার জেলা শিক্ষা অধিকর্তার সঙ্গে গিয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে ২০২২ সালের প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি সামনেই আসতেই খুশিতে ভাসছেন যোগ্য প্রার্থীরা।

পড়ুন:  SSC: তবে কি চলতি সপ্তাহে মেধা তালিকা প্রকাশের কোনও সম্ভাবনা নেই? এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর এল

রাজ্যের এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘ ২ বছর পর অবশেষে নিয়োগ (Teacher recruitment) পেতে চলেছেন ২০২২ সালের এই চাকরিপ্রার্থীরা। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদে খরা কাটতে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments