প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানির তারিখ দেওয়া হয়েছে, যা জানা গেল

4128
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হবে আগামীকাল, সোমবার। প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরির বিষয়ে মামলার দিন ধার্য করা হয়েছে ২৮ এপ্রিল। এই দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার ১ নং সিরিয়ালে মামলাটি রয়েছে। প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল ৭ এপ্রিল। যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। 

পড়ুন:  এবার প্রাথমিক শিক্ষকদের হাজিরায় নজরদারিতে নয়া সেল চালু হল এই জেলায়, নিয়ম ভাঙলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে

এবার গুরুত্বপুর্ন এই মামলার শুনানির তারিখ দেওয়া হল। মামলাটির শুনানি হবে আগামী সোমবার, ২৮ এপ্রিল। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ এই মামলা শুনবে।

এর আগে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়াতে মূল মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে সোমবার দুই-ই জানিয়ে দিল উচ্চ আদালত। এই মামলার উপরেই নির্ভর করছে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের প্রাথমিক টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয়। এই মামলার শুনানির দিন ধার্য হল ২৮ এপ্রিল।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: STET পাশ না করে শিক্ষক পদে নিয়োগ, নির্বাচিত দুই শিক্ষক বরখাস্ত, সন্দেহে আরও অনেক

এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে এই মামলার ৭ এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও, ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ালে শুনানি পিছিয়ে যায়। এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চ ও দিন ঠিক হয়।