স্কুলে ছুটির তালিকা: প্রাথমিক বিদ্যালয়গুলির ছুটির তালিকা প্রকাশিত হল। প্রাথমিক শিক্ষকদের দাবি মেনে নেওয়া হল। আর থাকছে না হাই স্কুল এবং প্রাথমিক স্কুলে পুজোর ছুটি নিয়ে বৈষম্য। আসলে গ্রীষ্মের ছুটি নিয়ে প্রাথমিক স্কুলের সঙ্গে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সমতা থাকলেও বৈষম্য থাকতো পুজোর ছুটিতে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলি লক্ষ্মী পুজোর দু’দিন পর থেকে খুলে যেত। যদিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধই থাকতো।
এর ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা চাপা অসন্তোষ কাজ করতো। প্রশ্ন উঠছিল দাদারা ছুটিতে, তখন ভাইরা কেন স্কুলে? শিক্ষকদের অসন্তোষ বাড়ছিল, প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছুটির তালিকা একই করার দাবি সামনে আসছিল। আসলে শিক্ষাবর্ষ হিসেবে, বড়দের চেয়ে ছোটরাই বার বেশি দিন ক্লাস পাচ্ছিল। এবার ছুটির বিষয়ে সমতা আনা হল।
এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “পূজাবকাশে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে আর হাইস্কুল বন্ধ থাকবে। এই বৈষম্য বন্ধের দাবি বহুবার তুলে ধরেছিলাম। আজকে প্রাথমিকের ছুটির তালিকায় সেই মান্যতা পেয়েছে। গরমে দীর্ঘ ছুটি না দিয়ে মর্নিং স্কুল চালু করার দিকে যেতে হবে শিক্ষা দপ্তরকে।”