গরম বাড়ছে, হবে মর্নিং স্কুল! নোটিশ দিল এই জেলা DPSC, দেখেনিন এক ক্লিকেই

2881
প্রাথমিক শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: গরম বাড়ছে, হবে মর্নিং স্কুল! নোটিশ দিল ঝাড়গ্রাম জেলা DPSC। ঝাড়গ্রাম জেলা DPSC থেকে বলা হয়েছে, সকল অবর বিদ্যালয় পরিদর্শকগনকে (বেলিয়াবেড়া, বেলপাহাড়ি, বেলপাহাড়ি পশ্চিম, বিনপুর, বিনপুর-২, গিধনি, গিধনি পূর্ব, গোপীবল্লভপুর পূর্ব, গোপীবল্লভপুর পশ্চিম, ঝাড়গ্রাম পূর্ব, ঝাড়গ্রাম পশ্চিম, মানিকপাড়া, লালগড়, নয়াগ্রাম, নয়াগ্রাম-১, রোহিনি, সাঁকরাইল, তপসিয়া চক্র) অবগত করা হচ্ছে যে, এই জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির প্রাতঃকালীন অধিবেশন নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

পড়ুন:  ছুটির তালিকা: গরমে মাত্র ৯ দিন, আর পুজোয় ২৫ দিনের ছুটি! পর্ষদের ভূমিকায় বড়সড় প্রশ্ন উঠে গেল

১) ২০২৫ শিক্ষাবর্ষে সমস্ত প্রাথমিক/নিম্নবুনিয়াদি বিদ্যালয়গুলি আগামী ৩রা এপ্রিল (বৃহস্পতিবার) থেকে ৩০শে জুন (সোমবার) পর্যন্ত প্রাতঃকালীন সময়ে পরিচালিত হবে।

২) বিদ্যালয়ে প্রাতঃকালীন অধিবেশন শুরু হবে সকাল ৬.৩০টা এবং শেষ হবে সকাল ১১.০০টা।

৩) মিড-ডে-মিল এর বিরতি থাকবে সকাল ৯.০০টা থেকে ৯.৩০টা পর্যন্ত।

৪) শনিবার দিন সকাল ৬.৩০ টা থেকে ৯.০০ টা পর্যন্ত বিদ্যালয়ে পঠন পাঠন চলবে। মিড-ডে-মিল এর বিরতি থাকবে সকাল ৮.৩০টা থেকে ৯.০০টা পর্যন্ত।

পড়ুন:  BIG NEWS: তবে কি আগামিকাল ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায়দান? বিরাট খবর সামনে এল

৫) বিদ্যালয় শিক্ষাদপ্তর নির্দ্ধারিত ছুটির তালিকা (বিদ্যালয় শিক্ষাদপ্তর পত্রাঙ্ক সংখ্যা- ৪০৮-এস.ই.ডি- ১৩০৩৭/১৬/২০২২-এলিমেন্টারি- এস-ই-সি তারিখ- ১৬.12.2024) অনুযায়ী গ্রীষ্মবকাশ ও অন্যান্য বিষয়গুলি পরিচালিত হবে।

মর্নিং স্কুল

ঝাড়গ্রাম জেলার সকল প্রাথমিক ও নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের প্রধান-শিক্ষক/ভারপ্রাপ্ত-শিক্ষকগণকে এই নির্দেশিকা জানানোর জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ের প্রাতঃকালীন অধিবেশন পরিচালিত করার জন্য ঝাড়গ্রাম জেলার সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অনুরোধ করা হচ্ছে।