PhD Admission: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হল, প্রচুর আসন

882
Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

PhD Admission Notification: গবেষণা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ভালো খবর। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদনের জন্য অনলাইন প্রক্রিয়া আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে এবং শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ০১ মে ২০২৫।

বিষয় ও আসন বিবরণ

বিজ্ঞপ্তি অনুযায়ী কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়গুলির মধ্যে রয়েছে বাংলা, বাণিজ্য, অর্থনীতি, ইংরেজি, ইতিহাস, কম্পিউটার বিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান ইত্যাদি। প্রতিটি বিষয়ের জন্য আসন সংখ্যা এবং সংরক্ষিত ক্যাটাগরির বিবরণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। 

পড়ুন:  এবার রাজ্যের ডিএলএড কলেজে অধ্যাপক-অধ্যাপিকা নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ

আবেদনের শর্তাবলী

– প্রার্থীদের অবশ্যই ইউজিসি-নেট/সেট/গেট বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নেওয়া রিসার্চ এলিজিবিলিটি টেস্ট (RET) ২০২৩-২৪ পাস করতে হবে।  

– স্নাতকোত্তরে সাধারণ বিভাগের প্রার্থীদের ন্যূনতম ৫৫% নম্বর এবং SC/ST/OBC/EWS/প্রতিবন্ধী প্রার্থীদের ৫০% নম্বর থাকতে হবে।  

– আবেদন ফি: জেনারেল ক্যাটাগরির জন্য ১০০০ টাকা এবং SC/ST/OBC/EWS/প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৭০০ টাকা দিতে হবে।  

পড়ুন:  PhD Admission: গবেষণা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ভালো খবর, পিএইচডি ভর্তির আবেদন চলছে

PhD Admission

ভর্তি প্রক্রিয়ার সময়সূচী

– অনলাইনে আবেদন: ১৭ এপ্রিল – ০১ মে ২০২৫  

– প্রাথমিক তালিকা প্রকাশ: ০২ মে ২০২৫  

– ইন্টারভিউ: ১৪ থেকে ১৬ মে ২০২৫  

– চূড়ান্ত মেধাতালিকা এবং ভর্তির তারিখ পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে।  

গুরুত্বপূর্ণ লিংক

– আবেদনের জন্য: [http://onlineadmission.vidyasagar.ac.in](http://onlineadmission.vidyasagar.ac.in)  

পড়ুন:  পশ্চিমবঙ্গ: এরাজ্যের সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ দেওয়া হবে? বাজেট অধিবেশনের আগে অঙ্ক কষছে অর্থ দফতর

– বিস্তারিত তথ্য: [www.vidyasagar.ac.in](www.vidyasagar.ac.in) আগ্রহী প্রার্থীদের সময়মতো আবেদন করার অনুরোধ করা হচ্ছে।