নিউজ ডেস্ক: শুক্রবার শীর্ষ আদালতে ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কর্মজীবনের শেষ এজলাস। আর তিনি শুনবেন না এরাজ্যের ওবিসি সংক্রান্ত মামলাটি। দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের ১২ লক্ষের বেশি ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। একই সঙ্গে বেশকিছু সংস্থা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার দাবি করে। যদিও সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি।
চন্দ্রচূড়ের বেঞ্চ ওবিসি মামলাটি প্রথম বার শোনে গত ১৮ জুন। কলকাতা হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। রাজ্যের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চেয়েছিলেন চন্দ্রচূড়। কারা ওবিসি, পশ্চিমবঙ্গ সরকার কী ভাবে তা নির্ধারণ করে, কিসের ভিত্তিতে ওবিসি শংসাপত্র দেওয়া হয়, জানতে চাওয়া হয়েছিল। এরপর আর ওই মামলার খুব বেশি অগ্রগতি হয়নি।
মামলাটি বারবার পিছিয়ে গেছে। বৃহস্পতিবারও শীর্ষ আদালতে মামলাটির প্রসঙ্গ ওঠে। দ্রুত শুনানির আর্জি জানান সংশ্লিষ্ট আইনজীবী। আগামী ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। তবে তখন আর প্রধান বিচারপতি পদে চন্দ্রচূড় থাকবেন না।