Homeকলকাতাপেডং এ নেতৃত্বের ডিটেলমেন্ট ও NSQF শিক্ষকদের সমস্যা সমাধান করতেই হবে! ডেপুটেশন...

পেডং এ নেতৃত্বের ডিটেলমেন্ট ও NSQF শিক্ষকদের সমস্যা সমাধান করতেই হবে! ডেপুটেশন সংগ্রামী যৌথ মঞ্চের

রেজিস্ট্রার পোস্টে কর্মরত নেতৃত্বেকে ৬২৫ কিমি দূরে ডিটেলমেন্টকে অনৈতিক ও অযৌক্তিক বলে মনে করছে সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেতৃত্ব গণ। তাদের মতে ধারাবাহিক লড়াই ও আন্দোলনে অংশগ্রহণের জন্যই এই প্রতিহিংসামূলক বদলি করা হয়েছে।

নিউজ ডেস্ক: নিউটাউন কারিগরি দপ্তরে আজ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রেজিস্টার পোস্টে কর্মরত মঞ্চের অন্যতম কনভেনার ও রাজ্য নেতৃত্ব মাননীয় শ্রীবাস চন্দ্র তিওয়ারি মহাশয়কে উত্তরবঙ্গে সিকিমের কাছাকাছি পেডং ব্লকে অন্যায় ভাবে ডিটেলমেন্ট ও বদলির প্রতিবাদে দাবিপত্র পেশ ও ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনের অন্তর্গত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রকল্পের শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের অধিকর্তা এবং কারিগরি শিক্ষা দপ্তরের বিশেষ সচিবকে স্মারকলিপি প্রদান করা হয়।

রেজিস্ট্রার পোস্টে কর্মরত নেতৃত্বেকে ৬২৫ কিমি দূরে ডিটেলমেন্টকে অনৈতিক ও অযৌক্তিক বলে মনে করছে সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেতৃত্ব গণ। তাদের মতে ধারাবাহিক লড়াই ও আন্দোলনে অংশগ্রহণের জন্যই এই প্রতিহিংসামূলক বদলি করা হয়েছে। ডেপুটেশন এর পাশাপাশি আইনি পদক্ষেপের দিকেও এগোচ্ছে নেতৃত্বরা।

অন্যদিকে, বিভিন্ন সরকারী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বৃত্তিমূলক বিষয়, যেমন ইনফরমেশন টেকনোলজি, রিটেল, হেল্থ কেয়ার, সিকিউরিটি ইত্যাদি বিষয়েট শিক্ষাদানে এই শিক্ষকরা দীর্ঘ ১১ বছর ধরে অস্থায়ীভাবে নিযুক্ত হয়ে আছেন। শিক্ষকদের মাসের বেতন নিয়মিত করে বেতন বৃদ্ধি সহ বেতন কাঠামো গড়ে তোলা এবং স্থায়ীকরণ সহ প্রতিটি শিক্ষক-শিক্ষিকাদের নির্দিষ্ট ক্যাজুয়াল লিভ, মেডিক্যাল লিভ ও শিক্ষিকাদের মাতৃত্বকালীন সুযোগ- সুবিধার নির্দেশিকা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। আগস্ট মাস থেকে অনেক টিচারের স্যালারি না হওয়ার জন্য আবেদন করলে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্যালারি হওয়ার কথা জানান অফিসাররা।

বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো বেনিয়ম করছে বলে অভিযোগ জানান মঞ্চের প্রতিনিধিগণ। তাদেরকে বাদ দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। আলোচনায় সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন আধিকারিক মহাশয়া। আজকের স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য, চন্দন গড়াই, শ্রীবাস তিওয়ারি, অর্জুন সেনগুপ্ত, অভিজিৎ রায়, প্রণব প্রধান, শুভদীপ ভৌমিকরা। সমস্যা সমাধান না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানায় কনভেনার অনিরুদ্ধ ভট্টাচার্য।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!