Homeভারতন্যূনতম বেসিক হবে ৩৪ হাজার ৫৬০ টাকা! অষ্টম পে কমিশন নিয়ে দারুন...

ন্যূনতম বেসিক হবে ৩৪ হাজার ৫৬০ টাকা! অষ্টম পে কমিশন নিয়ে দারুন খবর, লালে লাল হবেন সরকারি কর্মীরা

গতবারের ফরমুলা মানলে অষ্টম পে কমিশনে ন্যূনতম মূল বেতন (বেসিক পে) ১৮ হাজার থেকে বেড়ে হবে ৩৪ হাজার ৫৬০ টাকা। অর্থাৎ, প্রায় দ্বিগুণ হয়ে যাবে মাসিক বেতন। পাশাপাশি এই অনুপাতে বাড়বে বিভিন্ন ভাতাও।

অষ্টম পে কমিশন: এবার নতুন পে কমিশন গঠন নিয়ে বড় খবর সামনে এল। আগামী বাজেটেই অষ্টম পে কমিশন নিয়ে ঘোষনা হতে পারে, নভেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার। ২০১৪ সালের তুলনায় ইতিমধ্যেই দেরি হয়ে গিয়েছে আট মাস। কিন্তু কোনও উচ্চ বাচ্য নেই মোদি সরকারের। এই অবস্থায় অবিলম্বে গঠন করতে হবে অষ্টম পে কমিশন। 

এর আগে ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি শেষবার গঠিত হয়েছিল সপ্তম পে কমিশন। তখন সময়সীমা দেওয়া হয়েছিল ১৮ মাস। কমিশনের রিপোর্ট কেন্দ্রীয় সরকারের ঘরে জমা পড়ার পর, সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি মাসে। সেই হিসাবে ২০২৪ সালের বাজেটেই নতুন পে কমিশন ঘোষণার আশা করা হয়েছিল। কিন্তু সরকারি তরফে সেই সিদ্ধান্ত হয়নি। 

নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর পে কমিশন গঠন করার কথা। অতএব ২০২৪ সালের বাজেটেই সেই ঘোষণার আশা করা হয়েছিল। অবশেষে যা জানা যাচ্ছে তাতে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৪ লক্ষ অবসরপ্রাপ্তদের কাছে বহু প্রতীক্ষিত অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মাসে।

জানা যাচ্ছে, নভেম্বরে বসবে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি (জেসিএম) বৈঠক। এই কমিটিতে কেন্দ্রীয় কর্মী এবং সরকারের প্রতিনিধিত্ব থাকে। সেখানে ঐকমত্য হলে আগামী বছর বাজেটেই ঘোষণা হতে পারে পে কমিশন গঠন করার কথা।

কর্মী সংগঠগুলি দাবি করছে, গতবারের ফরমুলা মানলে অষ্টম পে কমিশনে ন্যূনতম মূল বেতন (বেসিক পে) ১৮ হাজার থেকে বেড়ে হবে ৩৪ হাজার ৫৬০ টাকা। অর্থাৎ, প্রায় দ্বিগুণ হয়ে যাবে মাসিক বেতন। পাশাপাশি এই অনুপাতে বাড়বে বিভিন্ন ভাতাও। ২০১৬ সালের পে কমিশনে বেসিক পে এবং ভাতা মিলিয়ে ২৪ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ হয়েছিল। আগামী বাজেটে বহু প্রতীক্ষিত ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে তা হবে নতুন বছরের সবথেকে বড় সুখবর।

পড়ুন:  69000 শিক্ষক নিয়োগ: অবমাননার আবেদন সহ 7 প্রার্থী এক নম্বর দিয়ে পাস ঘোষণার নির্দেশ আদালতের
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!