Homeপশ্চিমবঙ্গএকই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখার নির্দেশ, প্রশ্ন তুলছেন শিক্ষকেরা

একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখার নির্দেশ, প্রশ্ন তুলছেন শিক্ষকেরা

নিউজ ডেস্ক: এবারেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সুচি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বেশ কিছু খাতা একই সময়ে দেখতে হবে পরীক্ষকদের। ফলে দু’টি পরীক্ষার সঠিক মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে একদিকে বহু শিক্ষক খাতা দেখার সুযোগ পাননা, অন্যদিকে অনেকের আবার দুই পরীক্ষারই খাতা মূল্যায়ন করতে হয়। কেন সমবণ্টন করা হচ্ছে না, তাই নিয়ে উঠছে প্রশ্ন। 

পড়ুন:  শিক্ষক গ্রেফতার: এবার এক স্কুল শিক্ষককে গ্রেফতার করা হল, কারণ কি?

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর বলেন, “মূল্যায়ন সঠিক হবে কি না সেই প্রশ্ন তো উঠছেই। পাশাপাশি বহু শিক্ষক খাতা পাচ্ছেন না। আবার কেউ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দুই পরীক্ষার খাতাই পাচ্ছেন। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমন্বয়ের অভাবেই এমনটা হয়েছে।”

তিনি আরও বলেন, “গত বছর ২৫শে নভেম্বর অর্থাৎ অনেক আগেই আমরা পর্ষদ এবং কাউন্সিলে এই চিঠি পাঠিয়েছিলাম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা একই ব্যক্তিকে না দেওয়ার জন্য। কোন খাতা দেখেন না এরকম অনেকেই রয়েছেন। ২০২০ সাল থেকে বারবার জানিয়েছি। সমস্ত কপি রয়েছে আমাদের কাছে। কিন্তু সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়নি।”

পড়ুন:  SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলা: যোগ্যদের চাকরি বহাল রাখতেই হবে, বিক্ষোভ এবং স্মারকলিপি পেশ

তিনি বলেন, একই পরিক্ষককে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উভয় খাতা দেখার দায়িত্ব না দিয়ে সংশ্লিষ্ট বিষয়ের সমস্ত শিক্ষককে দায়িত্ব দেওয়া, খাতা দেখার সময় বৃদ্ধি (তিন দফা), ছুটির দিনে খাতা জমা দেওয়ার দিন ধার্য হলে অন্য একদিন ‘অন ডিউটি’ প্রদান ও রেমুনারেশন বৃদ্ধির দাবি জানানো হয়েছিল পর্ষদ সভাপতি এবং সংসদ সভাপতিকে। এ নিয়ে প্রতিবছর জটিলতা তৈরি হয়। তাই আগে থেকে আমরা এই আবেদন জানিয়েছিলেন। তবে তেমন কোনও সুরাহা হয়নি। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments