নিউজ ডেস্ক: এবার এক লাফে বাড়ল গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা! তবে গ্র্যাচুইটির এরাজ্যের কর্মীদের জন্য বৃদ্ধি করা হল না। গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বাড়ল মহারাষ্ট্রে।
কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বৃদ্ধি করেছিল। এরপরেই বিভিন্ন রাজ্যে এই গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বৃদ্ধির দাবি উঠছিল। সেই দাবি মেনে এবার মহারাষ্ট্রে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বৃদ্ধি করা হল।
রাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বৃদ্ধি করেছে মহারাষ্ট্রের একনাথ শিন্ডের সরকার। সরকারের এই নয়া ঘোষণার ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৬ লক্ষ টাকা পর্যন্ত বেশি লাভ হবে। পাশাপাশি অবসরের পর পেনশনের জন্যে বয়স সংক্রান্ত নথি জমা দেওয়ার নিয়মে ও কড়াকড়ি কমছে বলে জানানো হয়েছে।
এর আগে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল ১৪ লক্ষ । সেই ১৪ লাখের সীমা বৃদ্ধি করা হল। ১৪ লাখ থেকে থেকে বেড়ে ২০ লাখ টাকা করা হয়েছে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা। ফলে অনেকটাই লাভবান হবেন সে সরকারি কর্মীরা।