কলকাতা হাইকোর্টে নতুন রোস্টার: চাকরি ও শিক্ষা সংক্রান্ত মামলার শুনানিতে বেঞ্চ বণ্টন ঘোষণা

1201
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টে নতুন রোস্টার সূচি ঘোষণা হল। হাইকোর্টে এপ্রিল মাস থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি নির্দিষ্ট বেঞ্চে হবে বলে নতুন রোস্টার প্রকাশ করা হয়েছে। ডিভিশন বেঞ্চ ও সিঙ্গেল বেঞ্চে মামলা বণ্টনের এই সিদ্ধান্তে বলা হয়েছে, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে শিক্ষা বিষয়ক মামলাগুলোর শুনানি হবে। এছাড়া, ২০২৩ সাল ও তার পরের প্রাথমিক স্তরের মামলাগুলো বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে এবং ২০২৩-এর আগের মামলাগুলো বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চে নিষ্পত্তি হবে বলেই মনে কর হচ্ছে। 

পড়ুন:  PhD Admission: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র সুযোগ, কোন বিষয়ে জেনেনিন

নতুন রোস্টার অনুযায়ী, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা শুনানি হবে। অন্যদিকে, শিক্ষা সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ দায়িত্ব পেয়েছেন। বিশেষভাবে, ২০২৩ সাল থেকে দায়ের করা প্রাথমিক স্তরের প্রায় ৩২,০০০ মামলা বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হবে। 

কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গেছে, মামলার ধরন ও সময়কালের ভিত্তিতে এই বণ্টন করা হয়েছে, যাতে মামলার নিষ্পত্তি প্রক্রিয়া গতি পায়। বিচারপতি ভট্টাচার্য শিক্ষা ও প্রশাসনিক মামলায় পূর্বেও দক্ষতার পরিচয় দিয়েছেন। আইনজীবী মহল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, “মামলার বোঝা কমাতে এবং বিশেষায়িত বেঞ্চ গঠন একটি কার্যকর পদক্ষেপ। এর ফলে শিক্ষা খাতের জটিল মামলাগুলো দ্রুত সমাধান হবে।”  

পড়ুন:  SSC কলকাতা হাইকোর্টের কঠোর নির্দেশ: বিচারপতি ও আইনজীবীদের অবমাননার ঘটনায় পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ

এই নতুন রোস্টার কার্যকর হলে কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তির গতি আরও বাড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।