DA News: জানুয়ারিতে কি DA ঘোষণা নবান্নর? মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট দিলেন সরকারি কর্মী সংগঠনের নেতা

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে। ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তাঁরা। অন্যদিকে সপ্তম বেতন কমিশনের অধীনে ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন.…

3584
DA News মহার্ঘ ভাতা

DA News: এখনও মহার্ঘ ভাতা ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে কি জানুয়ারিতেই DA ঘোষণা করবে নবান্ন? রাজ্যের সরকারি কর্মীরা ডিএ ঘোষণার আশায় দিন কাটাচ্ছেন। এই নিয়ে একাধিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে ডিএ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই রাজ্য সরকারের।

তবে চলতি বছর ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুতে নীরব রয়েছে নবান্ন। ২০২৩ সালে ডিসেম্বরে সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করলেও এবার তেমন কিছু হয়নি। গত বছর রাজ্য সরকারি কর্মীরা দুইবার ডিএ পেয়েছিলেন। একবার জানুয়ারিতে। অন্যবার ভোটের আগে এপ্রিলে মমতা ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন। 

২০২৫ সালের ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে রয়েছে ডিএ সংক্রান্ত মামলা। তাই জানুয়ারিতেই ডিএ বৃদ্ধি পেতে পারে বলে আশা করছেন এরাজ্যের সরকারি কর্মীরা। 

পড়ুন:  'DA বাড়ানো হবে…', ৩৯ শতাংশ ফারাক হওয়ায় রাজ্য সরকারি কর্মীরা ক্ষুব্ধ, এল বড় বার্তা

তবে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা খুব কম। কারণ জানুয়ারিতে ডিএ বাড়লে ইতিমধ্যেই ঘোষণা করত নবান্ন।

তিনি আশা করছেন ২০২৫ সালের বাজেট পেশের সময় এক কিস্তি ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে। তবে রাজ্য সরকারই ডিএ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাই আশার সঙ্গে রয়েছে শঙ্কাও।

পড়ুন:  রাজ্যের সরকারি কর্মীদের মার্চ মাসে টানা ৪ দিনের ছুটি মিলতে পারে! খুশির খবর, কোন কোন দিন মিলবে বিশেষ হলিডে?

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে। ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তাঁরা। অন্যদিকে সপ্তম বেতন কমিশনের অধীনে ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অর্থাৎ এরাজ্যের সরকারি কর্মীরা ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন।