তবে কি বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? কত টাকা হচ্ছে এবার? সামনে এল বড় খবর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়তার তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার।

27639
ভাতা বৃদ্ধি Lakshmir Bhandar লক্ষীর ভান্ডার

নিউজ ডেস্ক: তবে কি বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? সামনে এল বড় আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়তার তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় মহিলাদের। তবে উৎসবের আবহেই শোনা যাচ্ছে এবার নাকি বাড়তে পারে এই প্রকল্পের টাকা!

২০২১ সালে শুরুর সময় এই প্রকল্পে মাসিক পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হত রাজ্যের মহিলাদের। তবে তপশিলি কাস্টের মহিলাদের দেওয়া হত ১০০০ টাকা। এই প্রকল্পের জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান।

৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রকল্প তৃণমূলের ভোটব্যাংকেও বড়সড় সুবিধা করে দেয় বলেই অভিমত সকলের। শোনা যাচ্ছে, আগামী দিনে এই প্রকল্পের টাকা বেড়ে ১৫০০ পর্যন্ত হতে পারে। আগেই এই বিষয়ে ইঙ্গিত মিলেছিল। যদিও এখনও এই নিয়ে সরকার তরফে কোনো ঘোষণা হয়নি। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। মনে করা হচ্ছে সালের বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পে ফের টাকা বাড়তে পারে।

পড়ুন:  ভারী বৃষ্টিপাতে জলস্তর বিপদসীমার উপরে বইছে! বৃষ্টি কি কমবে? যা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর

আসুন জেনে নিই এই প্রকল্পের সুবিধা পাওয়ার শর্ত

এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে গেলে আবেদনকারিণীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফ্রি ফর্ম নিয়ে তা ঠিকঠাক পূরণ করতে হবে। সাথে দিতে হবে স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স, আধার কার্ড। যদি কেউ তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের হয়ে থাকেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেট দিতে হবে। তার সাথে অবশ্যই যিনি আবেদন করছেন তার এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। আবেদনকারিণী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কোনও সরকারি সংস্থা বা চাকরি থেকে মাসমাইনে বা পেনশন পান না বলে একটি ঘোষণাপত্র দিতে হবে। সাথেই তার দেওয়া সমস্ত তথ্য সঠিক বলে জানাতে হবে।

পড়ুন:  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় খবর সামনে এল, মহিলারা এই কার্ড না থাকলে টাকা পাবেন না, এক্ষুনি জেনেনিন